Scrooling

ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

পশ্চিম বর্ধমান পুলিশের বড়োসড়ো সাফল্য অস্ত্র সহ পাঁচ দুষ্কৃতি গ্রেপ্তার


 

পশ্চিম বর্ধমান পুলিশের বড়োসড়ো সাফল্য অস্ত্র সহ পাঁচ দুষ্কৃতি গ্রেপ্তার 



কাজল মিত্র, আসানসোল : পশ্চিম বর্ধমান জেলার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এর কুলটি থানার অন্তর্গত সীতারামপুর মেলাকলা রোডের রেল টানেলের কাছ থেকে অস্ত্র সহ পাঁচ দুস্কৃতিকে পুলিশ গ্রেপ্তার করেছে। শুক্রবার রাত্রে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া ওই পাঁচজন দুষ্কৃতি কে গ্রেপ্তার করে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ।

 তাদের কাছ থেকে উদ্ধার হয় একটি বন্দুক, একটি গুলি, একটি ভোজালি ও দু'টি ছুরি সহ নাইলনের দড়ি। পাঁচজন দুষ্কৃতির মধ্যে চারজনের বাড়ি কুলটি থানার বিভিন্ন এলাকায় ও একজনের বাড়ি মুর্শিদাবাদের লালগোলা অঞ্চলে বলে পুলিশ সূত্রে জানা যায়। ধৃত পাঁচ জনের নাম নশিম খান (২৮), রামজান শেখ (৩৬), রাজীব বাউরী (২৮), রাজা বাদ্যকর (১৮), সাক্ষী গোপাল ধীবর (২২)। আজ ধৃত পাঁচজনকে  আসানসোল আদালতে তোলা হয়। ধৃত পাঁচজন কে পুলিশি হেফাজতে নেওয়া হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।তাদের কে জেরা করে আরো গভীরে তদন্ত শুরু করতে চান পুলিশ আধিকারিকরা।