চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

সর্পঘাতে মৃতের পরিবারদের আর্থিক সহায়তা প্রদান


 

সর্পঘাতে মৃতের পরিবারদের আর্থিক সহায়তা প্রদান 


অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমান জেলার জামালপুরে ব্লক অফিস থেকে সাপের কামড়ে মৃত দুই ব্যক্তির পরিবারের হাতে রাজ্যের বিপর্যয় মোকাবিলা দপ্তর থেকে ১ লক্ষ টাকা করে দুটি চেক তুলে দেওয়া হলো। মৃত দুই ব্যক্তি হলেন পুষ্প বাগ ও দুখিরাম মুর্মু। এই চেকদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক অলোক কুমার মাঝি, বিডিও শুভঙ্কর মজুমদার, পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান, ব্লকের বিপর্যয় মোকাবিলা দপ্তরের আধিকারিক ফাল্গুনী মুখার্জী সহ অন্যান্যরা।

 অলোক মাঝি বলেন রাজ্যের সরকার যথেষ্ট মানবিক। খরা, বন্যা, বজ্রপাত,  সর্পঘাত সহ যেকোনো কিছুতেই ক্ষতিপূরণ দিচ্ছেন।যাতে পরিবারটি বা পরিবারগুলো ঠিক ভাবে বেঁচে থাকতে পারবে। মেহেমুদ খান বলেন মানবিক সরকার সর্বদাই মানুষের পাশে আছে। যে টাকা ক্ষতিপূরণ হিসাবে পরিবার গুলো পেয়েছেন, তাদের উদ্দেশ্যে বলেন সেগুলো সঠিক ভাবে যেন তারা ব্যবহার করেন। ক্ষতিপূরণের চেক পেয়ে সরকারকে ধন্যবাদ জানান মৃতের পরিবাররা।