Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

প্রণবানন্দ সেবা নিকেতন এ্যান্ড হসপিটালে উদ্বোধন হলো চক্ষু বিভাগ


 

প্রণবানন্দ সেবা নিকেতন এ্যান্ড হসপিটালে উদ্বোধন হলো চক্ষু বিভাগ 



ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : ভারত সেবাশ্রম সংঘের বর্ধমান শাখার পরিচালনায় পূর্ব বর্ধমান জেলার দাঁইহাটে গড়ে উঠেছে প্রণবানন্দ সেবা নিকেতন এ্যান্ড হসপিটাল। ভারতীয় স্টেট ব্যাঙ্কের অর্থানুকূল্যে আজ এই হাসপাতালের অধীনে চক্ষু বিভাগ চালু হলো। অত্যাধুনিক চক্ষু চিকিৎসার পরিষেবা পাওয়া যাবে এই হাসপাতালে। রবিবার শুভ উদ্বোধন করেন ভারত সেবাশ্রম সংঘের আন্তর্জাতিক সম্পাদক শ্রীমৎ স্বামী বিশ্বাত্মানন্দজী মহারাজ।

 উপস্থিত ছিলেন কাটোয়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জী, দাঁইহাট পৌরসভার পৌর প্রশাসক শিশির কুমার মন্ডল, ভারতীয় স্টেট ব্যাঙ্কের অ্যাডিশনাল জেনারেল ম্যানেজার এস পি মুখার্জী, বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডাঃ অসীম ব্যানার্জী, ডাঃ দীপঙ্কর দে, ভারত সেবাশ্রম সংঘের  বর্ধমান শাখার অধ্যক্ষ স্বামী ভাস্করানন্দজী মহারাজ সহ অন্যান্য বিশিষ্টজনেরা।