Scrooling

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

নামেই সুপার স্পেশালিটি, পরিষেবার দৈন্য দশার বিরুদ্ধে সরব নাগরিক প্রতিরোধ মঞ্চ



নামেই সুপার স্পেশালিটি, পরিষেবার দৈন্য দশার বিরুদ্ধে সরব নাগরিক প্রতিরোধ মঞ্চ


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : নামেই সুপার স্পেশালিটি হাসপাতাল। কিন্তু নেই অনেক কিছুই। তাই হাসপাতালে উন্নত পরিষেবার দাবিতে কালনা  নাগরিক প্রতিরোধ মঞ্চ সরব হয়ে উঠেছে। বুধবার সংগঠনের পক্ষ থেকে কালনা মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে সিটি স্ক্যান, ডায়ালাসিস সহ উন্নত স্বাস্থ্য পরিষেবার দাবিতে বিক্ষোভ দেখানো হয় এবং হাসপাতালের সুপারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। 

কালনা মহকুমা হাসপাতাল বর্তমানে সুপার স্পেশালিটি হাসপাতাল হিসাবে স্বীকৃত। এই হাসপাতালে চিকিৎসার জন্য শুধু কালনা মহাকুমার অগণিত সাধারণ মানুষ নির্ভরশীল শুধু তাই নয়। নদিয়া, হুগলি জেলা থেকেও বহু রোগী এই হাসপাতালে চিকিৎসার জন্য আসেন। কিন্তু এই সুপার স্পেশালিটি হাসপাতালে স্বাস্থ্য পরিষেবা বহু ক্ষেত্রে অমিল। সিটি স্ক্যান, ডায়ালিসিস সহ গুরুত্বপূর্ণ চিকিৎসা সরঞ্জাম বহুদিন ধরে আসার কথা থাকলেও এখনো পর্যন্ত আসেনি। ফলে হাজার হাজার মানুষ এই ধরনের চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এর সাথে বিশেষজ্ঞ ডাক্তারদের অভাবে সুষ্ঠুভাবে চিকিৎসা করা সম্ভব হয় না, বিশেষ করে অস্থি রোগ বিশেষজ্ঞ, নিউরো বিশেষজ্ঞ, চর্মরোগ বিশেষজ্ঞ, বক্ষরোগ, হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের অভাব প্রতিমুহূর্তে অনুভূত হচ্ছে।

কালনা মহকুমা নাগরিক প্রতিরোধ মঞ্চের পক্ষ থেকে সর্বস্তরের রোগী ও তার পরিবারের তথা সর্বস্তরের মানুষের কাছে দাবি আদায়ে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। কালনা নাগরিক প্রতিরোধ মঞ্চের পক্ষে প্রণয় সাহা, নিতাই বসাক, মৌমিতা খাতুন'রা কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে উন্নত স্বাস্থ্য পরিষেবার লক্ষ্যে একগুচ্ছ দাবি নিয়ে দীর্ঘস্থায়ী আন্দোলন গড়ে তোলার কথা বলেছেন।