Scrooling

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বিরসা মুন্ডার জন্মবার্ষিকী পালন


 

বিরসা মুন্ডার জন্মবার্ষিকী পালন 

অতনু হাজরা, বর্ধমান ও জামালপুর : স্বাধীনতা সংগ্রামী বিরসা মুন্ডার জন্মবার্ষিকী পালনের সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বিরষা মুন্ডার  জন্মদিন সমস্ত সরকারি প্রতিষ্ঠানে পালিত হচ্ছে। সেই মোতাবেক আজ পূর্ব বর্ধমান জেলা পরিষদ বিরষা মুন্ডার প্রতি শ্রদ্ধা জানায়। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া, সহ-সভাধিপতি দেবু টুডু, মেন্টর উজ্জ্বল প্রামাণিক, কর্মাধ্যক্ষ বাগবুল ইসলাম, মিঠু মাঝি, জেলা পরিষদের হেব এ্যাসিস্ট্যান্ট কেশব চন্দ্র চৌধুরী সহ অন্যান্যরা।

এদিন জামালপুর পঞ্চায়েত সমিতি বিরষা মুন্ডার জন্মতিথি পালন করলো। জামালপুর পঞ্চায়েত সমিতির মিটিং হলে একটি মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্যদিয়ে যথাযত মর্যাদায় বিরষা মুন্ডার প্রতি শ্রদ্ধা জানানো হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান সদর দক্ষিণের মহকুমা শাসক কৃষ্ণেন্দু কুমার মন্ডল, জামালপুরের বিধায়ক অলোক কুমার মাঝি,  পঞ্চায়েত সমিতির সভাপতি  মেহেমুদ খান, বিডিও শুভঙ্কর মজুমদার, জেলা পারগনার পূর্ব বর্ধমান জেলা পৃথ্বী মুর্মু, জয়েন্ট বিডিও গৌতম কুমার দত্ত, সহ সভাপতি দেবু হেমব্রম, পূর্ত কর্মাধ্যক্ষ ভুতনাথ মালিক সহ তারক টুডু, রবিন মান্ডি সহ অন্যান্যরা। বিরসা মুন্ডার  ছবিতে মাল্যদান করে অনুষ্ঠানের শুরু হয়। শুরুতেই এত সুন্দর একটি আদিবাসী ভাষায় গান গাওয়া হয় যা সকলের চোখে জল এনে দেয়। আদিবাসী সম্প্রদায়ের পক্ষ থেকে অনেকেই বিরসা মুন্ডার জীবনের উপর আলোচনা করেন। তাঁরা প্রত্যেকেই রাজ্য সরকারের প্রশংসা করেন, এইভাবে বিরসা মুন্ডার জন্মদিনকে স্বীকৃতি দেওয়ার জন্য। বক্তব্য রাখতে গিয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান ও বিধায়ক অলোক কুমার মাঝি রাজ্য সরকারের এই আদিবাসী সম্প্রদায়ের জন্য ভূমিকার কথা তুলে ধরেন। রাজ্য সরকার আজ বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে এই সম্প্রদায়ের মানুষদের এগিয়ে আনার চেষ্টা করে যাচ্ছেন। এস ডি ও কৃষ্ণেন্দু কুমার মন্ডল সুন্দর ভাবে বিরসা মুন্ডার জীবনের উপর নানা অজানা দিকের উপর আলোকপাত করেন। ইতিহাসের পাতার বাইরেও অনেক বিষয় অর্থাৎ তাঁর জীবনের উপর আলোচনা করেন যাতে অনেকেই সমৃদ্ধ হন। অনেক মানুষই উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে।