Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

আইজেএ'র উদ্যোগে সাংবাদিকদের মিলন উৎসব


 

আইজেএ'র উদ্যোগে সাংবাদিকদের মিলন উৎসব 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : ইন্ডিয়ান জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত হল সাংবাদিক ও চিত্র সাংবাদিকদের মিলন উৎসব। রবিবার সংগঠনের পূর্ব বর্ধমান জেলা কমিটির উদ্যোগে বর্ধমান লায়ন্স ক্লাবের সভাকক্ষে এই অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বর্ধমান পৌরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সন প্রণব চট্টোপাধ্যায়,  ভাইস চেয়ারপার্সন আইনুল হক, রাজ্য তথ্য ও সংস্কৃতি দপ্তরের ডেপুটি ডিরেক্টর কুশল চক্রবর্তী, ইন্ডিয়ান জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শেখর সেনগুপ্ত আইজেইউ'র জাতীয় কর্মসমিতির সদস্য তারক নাথ রায় সহ দ্য টেলিগ্রাফ পত্রিকার প্রাক্তন বর্ষীয়ান সাংবাদিক অমিত উকিল, দ্য স্টেটসম্যান পত্রিকার সাংবাদিক রোহিত বোস প্রমূখ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইন্ডিয়ান জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের পূর্ব বর্ধমান জেলা কমিটির সভাপতি স্বপন মুখার্জী।

এদিনের মিলন উৎসব এর অনুষ্ঠান দুটি পর্বে ভাগ করে আয়োজিত হয়। সাংবাদিক পরিবারের শিশুশিল্পী জয়েন্দ্র ভৌমিক পরিবেশিত "আগুনের পরশমনি...."  রবীন্দ্র সঙ্গীত এর মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানের শুরুতেই সংগঠনের পক্ষ থেকে উপস্থিত অতিথিদের মোমেন্টো দিয়ে সম্মাননা জানানো হয়। এরপর স্বাগত ভাষণ দেন ইন্ডিয়ান জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের পূর্ব বর্ধমান জেলা কমিটির সাধারণ সম্পাদক অরূপ লাহা। প্রথম পর্বের অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইজেএ'র রাজ্য কমিটির সদস্য জগন্নাথ ভৌমিক।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শ্যামা প্রসাদ চৌধুরী'র সঞ্চালনায় কথায়, কবিতায়, নৃত্য, গীত ও ছন্দে জমে ওঠে। সুইটি প্যাটেল পরিবেশিত গান ও নাচ এবং জয়েন্দ্র ভৌমিক এর আবৃত্তি পরিবেশনা উপস্থিত সকলের ভালো লেগেছে। সাংবাদিকদের মধ্যে কথায়, কবিতায়, গানে অংশ নেন উদিত সিংহ, মহঃ আশিফ, পার্থ চৌধুরী, আমিনুর রহমান, পিন্টু প্যাটেল প্রমুখ।