মেমারি ব্লকে নানা অনুষ্ঠানে সংবিধান দিবস পালন

চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের জনপ্রিয় রাষ্ট্রনেতাদের শীর্ষে # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান ওআরএসের জনক দিলীপ মহালনবিশকে #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

মেমারি ব্লকে নানা অনুষ্ঠানে সংবিধান দিবস পালন


 

মেমারি ব্লকে নানা অনুষ্ঠানে সংবিধান দিবস পালন 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : আজ সংবিধান দিবস। ভোটার সচেতনতা কর্মসূচিতে দিনটি যথাযথ মর্যাদার সাথে পালিত হলো মেমারি-১ ব্লকে। বর্ধমান সদর দক্ষিণের মহকুমাশাসক কৃষ্ণেন্দু কুমার মণ্ডলের উদ্যোগে এদিন মেমারিতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন মহকুমা শাসক নিজে ব্লকের বিভিন্ন গ্রামে গিয়ে তপশিলিজাতি ও উপজাতিদের শংসাপত্র তুলে দেন। সঙ্গে ছিলেন মেমারি-১ ব্লকের বি ডি ও আলি মহঃ ওয়ালি উল্লাহ,  দপ্তরের আধিকারিক শুভেন্দু ঘোষ প্রমুখ। এদিন ব্লকের দশটি গ্রাম পঞ্চায়েতে প্রায় ৫০০ জনের বাড়ি বাড়ি গিয়ে তাদের জাতিগত শংসাপত্র তুলে দেওয়া হয়। 

এদিনই ব্লকের সভাকক্ষে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে সংবিধানের বিষয় নিয়ে একটি ক্যুইজ প্রতিযোগিতা হয়। ব্লকের কর্মীদের মধ্যে তাৎক্ষণিক বক্তৃতার প্রতিযোগিতাও হয়। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমা শাসক কৃষ্ণেন্দু কুমার মণ্ডল, বিডিও আলি মহ: ওয়ালি উল্লাহ, পঞ্চায়েত সমিতির সভাপতি বসন্ত রুইদাস, জয়েন্ট বিডিও অংশুমান ঘোষ, সহকারি সভাপতি সেখ মোয়াজ্জেম প্রমুখ। 

ক্যুইজ প্রতিযোগিতা পরিচালনা করেন ব্লকের আধিকারিক শুভেন্দু সাঁই।


Post a Comment

0 Comments