Scrooling

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

ভোটার তালিকা সংশোধন ও বিয়োজনের শেষ দিনে বিভিন্ন বুথ পরিদর্শন


 

ভোটার তালিকা সংশোধন ও বিয়োজনের শেষ দিনে বিভিন্ন বুথ পরিদর্শন 


অতনু হাজরা, জামালপুর : সারা রাজ্য জুড়ে ১  নভেম্বর থেকে চলছে ভোটার তালিকায় নাম সংযোজন ও বিয়োজনের কাজ। আজই তার শেষ দিন। এবছরই প্রথম তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিটি বুথে দলীয় ভাবে এজেন্ট নিয়োগ করা হয়, যারা ভোটার তালিকা সংশোধন, বিয়োজন, বা নতুন ভোটারের নাম তোলা সবরকম কাজের ক্ষেত্রে সাধারণ মানুষ ও  আধিকারিকদের সাহায্য করবেন। সেই মোতাবেক পূর্ব বর্ধমানের জামালপুরে প্রতিটি বুথেই নিয়োগ করা হয় বুথ এজেন্ট এবং তাদের সচিত্র পরিচয়পত্রও দেওয়া হয়। জেলা সভাপতি নির্দেশ দেন প্রতি ব্লকের ব্লক সভাপতি সহ বিধায়কের বুথে বুথে পরিদর্শন করে এজেন্টদের সাথে সংশ্লিষ্ট সব তথ্য সংগ্রহ করবেন এবং তা দলীয় ভাবে দলকে রিপোর্ট করবেন। পূর্ব বর্ধমানের জামালপুরে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মেহেমুদ  খান ও জামালপুর ১ নং গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান সাহাবুদ্দিন মন্ডল জামালপুরের বিভিন্ন বুথে গিয়ে দলীয় এজেন্টদের সাথে কথা বলে নতুন ভোটার কতজন ফর্ম জমা দিলেন বা কতজন নতুন আসছেন বা এখান থেকে চলে গেলেন সেই সব তথ্য তাদের কাছ থেকে সংগ্রহ করেন। তৃণমূল কংগ্রেসের জামালপুর ব্লক সভাপতি মেহেমুদ খান এদিন বেত্রাগড়, সেলিমাবাদ ও জামালপুর কালিতলায় গিয়েছিলেন। তিনি জানান দলীয় নির্দেশেই তথা জেলা সভাপতির নির্দেশেই তিনি আজ বিভিন্ন বুথ পরিদর্শনে বেড়িয়েছেন। তিনি সকল এজেন্টদের কাছ থেকে সংশ্লিষ্ট সব তথ্যই নিয়েছেন এবং তিনি তা জেলা সভাপতিকে দলীয়ভাবে জানিয়ে দেবেন বলে জানান।