ভোটার তালিকা সংশোধন ও বিয়োজনের শেষ দিনে বিভিন্ন বুথ পরিদর্শন

চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

আগামী ৮ জুলাই পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন, গণনা ১১ জুলাই # ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের জনপ্রিয় রাষ্ট্রনেতাদের শীর্ষে # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান ওআরএসের জনক দিলীপ মহালনবিশকে #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

ভোটার তালিকা সংশোধন ও বিয়োজনের শেষ দিনে বিভিন্ন বুথ পরিদর্শন


 

ভোটার তালিকা সংশোধন ও বিয়োজনের শেষ দিনে বিভিন্ন বুথ পরিদর্শন 


অতনু হাজরা, জামালপুর : সারা রাজ্য জুড়ে ১  নভেম্বর থেকে চলছে ভোটার তালিকায় নাম সংযোজন ও বিয়োজনের কাজ। আজই তার শেষ দিন। এবছরই প্রথম তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিটি বুথে দলীয় ভাবে এজেন্ট নিয়োগ করা হয়, যারা ভোটার তালিকা সংশোধন, বিয়োজন, বা নতুন ভোটারের নাম তোলা সবরকম কাজের ক্ষেত্রে সাধারণ মানুষ ও  আধিকারিকদের সাহায্য করবেন। সেই মোতাবেক পূর্ব বর্ধমানের জামালপুরে প্রতিটি বুথেই নিয়োগ করা হয় বুথ এজেন্ট এবং তাদের সচিত্র পরিচয়পত্রও দেওয়া হয়। জেলা সভাপতি নির্দেশ দেন প্রতি ব্লকের ব্লক সভাপতি সহ বিধায়কের বুথে বুথে পরিদর্শন করে এজেন্টদের সাথে সংশ্লিষ্ট সব তথ্য সংগ্রহ করবেন এবং তা দলীয় ভাবে দলকে রিপোর্ট করবেন। পূর্ব বর্ধমানের জামালপুরে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মেহেমুদ  খান ও জামালপুর ১ নং গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান সাহাবুদ্দিন মন্ডল জামালপুরের বিভিন্ন বুথে গিয়ে দলীয় এজেন্টদের সাথে কথা বলে নতুন ভোটার কতজন ফর্ম জমা দিলেন বা কতজন নতুন আসছেন বা এখান থেকে চলে গেলেন সেই সব তথ্য তাদের কাছ থেকে সংগ্রহ করেন। তৃণমূল কংগ্রেসের জামালপুর ব্লক সভাপতি মেহেমুদ খান এদিন বেত্রাগড়, সেলিমাবাদ ও জামালপুর কালিতলায় গিয়েছিলেন। তিনি জানান দলীয় নির্দেশেই তথা জেলা সভাপতির নির্দেশেই তিনি আজ বিভিন্ন বুথ পরিদর্শনে বেড়িয়েছেন। তিনি সকল এজেন্টদের কাছ থেকে সংশ্লিষ্ট সব তথ্যই নিয়েছেন এবং তিনি তা জেলা সভাপতিকে দলীয়ভাবে জানিয়ে দেবেন বলে জানান।


Post a Comment

0 Comments