আত্মা প্রকল্পে বীজরোপন যন্ত্র প্রদান

চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করলেন প্রধানমন্ত্রী # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান ওআরএসের জনক দিলীপ মহালনবিশকে #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

আত্মা প্রকল্পে বীজরোপন যন্ত্র প্রদান


 

আত্মা প্রকল্পে বীজরোপন যন্ত্র প্রদান 


অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমান জেলার  জামালপুর ব্লক অফিস থেকে আত্মা প্রকল্পের মাধ্যমে জামালপুর ব্লক সহ কৃষি অধিকর্তাকরণের পক্ষ থেকে আজ ব্লকের কৃষকদের আধুনিক পদ্ধতিতে সবজির চারা তৈরি ও চারা রোপন যন্ত্রের সাহায্যে চারা রোপন এর জন্য চারা রোপন যন্ত্র তুলে দেওয়া হলো। ২৪ জন কৃষকদের হাতে এই যন্ত্রগুলি তুলে দেন জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান। এছাড়াও ছিলেন সহ সভাপতি দেবু হেমব্রম, কৃষি সঞ্চালক পাঁচড়া পঞ্চায়েত জয়দেব দাস, কৃষি অধিকর্তাকরণের পক্ষে ছিলেন বিটিএম পল্লব দাস ছাড়াও অনেকে। মেহেমুদ খান বলেন মূলত বীজরোপন যন্ত্র ও চারা তৈরি করার জায়গা অর্থাৎ চারাতলা হিসাবে একটি ট্রে এই ২৪ জন কৃষকের হাতে তুলে দেওয়া হলো যাদের মধ্যে মহিলা চাষীরাও ছিলেন। তিনি বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বদাই চেষ্টা করছেন কৃষকদের ভালো করার জন্য। এই যন্ত্র ও বীজতলা করার জন্য এই ট্রেতে বীজ ফেললে বন্যা বা খরাতে বীজ বা চারা গাছ নষ্ট হবার জায়গা নেই। বিশেষ করে জামালপুরের মত জায়গা যেখানে দামোদর নদের কারণে বন্যার একটা ভয় থেকেই যায়। এই যন্ত্রগুলি চাষিদের খুবই কাজে দেবে।


Post a Comment

0 Comments