অজ্ঞাত পরিচয় মহিলার পোড়া অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধার
ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার বেরুগ্রাম অঞ্চলের হৈবতপুর এলাকা থেকে এক মহিলার অর্ধনগ্ন পোড়া মৃত দেহ উদ্ধার করেছে জামালপুর থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে এক বালক হেঁটে যাওয়ার সময় পোড়া গন্ধ পায়। এগিয়ে গিয়ে দেখে এক মহিলা পুড়ে গিয়ে মরে পড়ে আছে। তারপর সে এলাকার মানুষকে গিয়ে বিষয়টি জানায়। এলাকাবাসী এসে দেখে পুলিশে খবর দিলে, পুলিশ এসে মৃত দেহ উদ্ধার করে জামালপুর হাসপাতালে নিয়ে যায়।
এলাকা সূত্রে আরও জানা যায় প্রাথমিক পর্যায়ে মনে করা হচ্ছে মহিলাকে বাইরে কোথাও থেকে নিয়ে এসে এখানে মেরে পুড়িয়ে ফেলা হয়েছে। মৃত মহিলার নাম পরিচয় এখনো জানা যায়নি। জামালপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে।