করোনা বিধি মেনে খুললো স্কুল, হলো পঠন-পাঠন

চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের জনপ্রিয় রাষ্ট্রনেতাদের শীর্ষে # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান ওআরএসের জনক দিলীপ মহালনবিশকে #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

করোনা বিধি মেনে খুললো স্কুল, হলো পঠন-পাঠন


 

করোনা বিধি মেনে খুললো স্কুল, হলো পঠন-পাঠন 


অতনু হাজরা, জামালপুর : সারা রাজ্য জুড়ে আজ নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুল খুললো। স্কুল শিক্ষা দপ্তরের নির্দেশ মত। এই স্কুল খোলাকে কেন্দ্র করে একাধিক নিয়মাবলী সম্বলিত  নির্দেশিকা দেওয়া হয়েছিল স্কুলগুলিকে। পূর্ব বর্ধমানের জামালপুরেও এই নির্দিষ্ট করোনা বিধি মেনে স্কুলে যথাযত ভাবে পঠন-পাঠন হয়। পূর্ব বর্ধমান জেলার জামালপুর হাই স্কুল, জামালপুর গার্লস স্কুল, বেরুগ্রাম হাই স্কুল, বনবিবিতলা হাই স্কুল, সাদিপুর হাই স্কুল, গোপালপুর মুক্তকেশী বিদ্যালয় সহ প্রতিটি স্কুলেই ছিল আজ ছাত্র ছাত্রীদের কলরব। দীর্ঘদিন বন্ধ থাকার পর স্কুল খোলায় স্বাভবতই খুশি শিক্ষার্থীরা। গোপালপুর মুক্তকেশী বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেবব্রত মুখার্জী, জামালপুর হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রবীর নায়েক, বেরুগ্রাম হাই স্কুলের প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র পাল তাঁরা প্রত্যেকেই বলেন সরকার নির্দিষ্ট কোভিড বিধি মেনেই আজ স্কুলে সব ব্যবস্থাই করা হয়েছে। স্যানিটাইজার ও মাস্কের ব্যবস্থা করা হয়েছে স্কুলের পক্ষ থেকে। অনেকদিন পর বিদ্যালয়ে যেন প্রাণ ফিরে এসেছে বলে তাঁরা জানান।


Post a Comment

0 Comments