Scrooling

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বৃহন্নলাদের সম্বর্ধনার মাধ্যমে অভিনব স্মরণ সভা


 

বৃহন্নলাদের সম্বর্ধনার মাধ্যমে অভিনব স্মরণ সভা


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : এক ব্যবসায়ী পরিবার তাঁদের বাবার মৃত্যু দিবসে অভিনব এক অনুষ্ঠানের আয়োজন করলো। সমাজ থেকে নিজেদের কিছুটা গুটিয়ে রাখা মানুষ হিসাবে যাদের মনে করা হয় সেই বৃহন্নলাদের সম্বর্ধনা দিলেন তাঁরা। পূর্ব বর্ধমান জেলার গুসকরায় মনোরঞ্জন গুঁই ও তার পরিবার অভিনব এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের সহযোগী ছিল বর্ধমান ওয়েভ। বুধবার গুসকরা শহরের সংহতিপল্লিতে কালীমন্দির সংলগ্ন মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হয়।  অনুষ্ঠানে জেলার ৪৭ জন তৃতীয় লিঙ্গের মানুষদের সম্বর্ধনা দেওয়া হয়। একটি পারিবারিক স্মরণ সভার অনুষ্ঠানে এই ধরনের সম্মান পেয়ে আপ্লুত বৃহন্নলারা।

মনোরঞ্জন গুঁই ও চিত্তরঞ্জন গুঁই দুই ভাই। তাঁরা বস্ত্র ব্যবসায়ী।  আটবছর আগে মনোরঞ্জনবাবুর বাবা রাধাবল্লভ গুঁই মারা যান। তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদনে ভিন্নমাত্রিক এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার অতিরিক্ত জেলাশাসক(সাধারণ) সুপ্রিয় অধিকারী, আউশগ্রামের বিডিও অরিন্দম মুখোপাধ্যায়, পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত শিক্ষক সুজিত চট্টোপাধ্যায়, পদ্মশ্রী প্রাপক চিকিৎসক ডাঃ সুশোভন বন্দ্যোপাধ্যায় ও বিশিষ্ট সমাজকর্মী অনুরাগ মৈত্রেয়ী, বর্ধমান ওয়েভ এর সভাপতি পার্থ চৌধুরী । সুজিতবাবু ও সুশোভনবাবুকেও সম্বর্ধনা দেওয়া হয়। তবে এই ভাবে বৃহন্নলাদের  সম্মান জানানোয় আপ্লুত তৃতীয় লিঙ্গের মানুষজন। তাদের মধ্যে শ্রীকুমারী, অর্চনা,শীলারা বলেন, "এই সম্মান ও  অভিজ্ঞতা আমাদের কাছে আগে কখনো আসেনি।

পাশপাশি এই অনুষ্ঠানে সূত্রে তৃতীয় লিঙ্গের মানুষজনদের ভোটার কার্ডের জন্য নাম নথিভুক্তও করা হয় প্রশাসনের পক্ষ থেকে।