বিরল প্রজাতির ময়ালসাপ উদ্ধার

চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের জনপ্রিয় রাষ্ট্রনেতাদের শীর্ষে # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান ওআরএসের জনক দিলীপ মহালনবিশকে #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

বিরল প্রজাতির ময়ালসাপ উদ্ধার


 

বিরল প্রজাতির ময়ালসাপ উদ্ধার 


রাধামাধব মণ্ডল, আউশগ্রাম : পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামের এক তৃণমূল কর্মীর উদ্যোগে বিরল প্রজাতির ময়ালসাপ উদ্ধার। শনিবার বিরল প্রজাতির ওই ময়ালসাপটি উদ্ধার হয় আউশগ্রামের রামনগর পঞ্চায়েতের মল্লিকপুর-গোস্বামীখণ্ড গ্রামে। স্থানীয়সূত্রে জানা যায়, মল্লিকপুর নিবাসী সুব্রত পাল ওরফে কর্ণ পাল শনিবার সকালে মোড়বাঁধ থেকে গ্রামে ফেরার পথে, মোড়বাঁধ ভেদিয়া পি ডাব্লিউ ডি রাস্তায় মোড়বাঁধ ব্রিজের কাছে এই বিরল প্রজাতির ৯ ফুট লম্বা ৭ কেজি ওজনের ময়ালসাপটিকে দেখতে পান।

ততক্ষণে একদল মাঠের কৃষিমজুর সাপটিকে মারার জন্য জড়ো হয়েছে। তাদের হাত থেকে বিরল প্রজাতির ময়ালসাপটিকে উদ্ধার করেন মল্লিকপুর গ্রাম নিবাসী এক তৃণমূল কর্মী সুব্রত ওরফে কর্ণ পাল। পরে রামনগর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আসগর সেখ, বনদপ্তরে খবর দেন। আদুরিয়া বিট ও আউশগ্রাম বিট অফিসের তরফ থেকে সাপটিকে সুব্রত পালের হেফাজত থেকে উদ্ধার করে নিয়ে যায়।


Post a Comment

0 Comments