কালীপুজো উদ্বোধনে পুলিশ সুপারের করোনার সতর্কবার্তা
অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার কালীপুজো উদ্বোধন করলেন জেলার পুলিশ সুপার কামনাশীষ সেন। মঙ্গলবার সন্ধ্যায় প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে তিনি পুজো মন্ডপের উদ্বোধন করেন। মাঙ্গলিক এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিংহ রায়, সার্কেল ইন্সপেক্টর শ্যামল চক্রবর্তী। এছাড়াও ছিলেন জামালপুর থানার অফিসার ইন চার্জ মিঠুন কুমার ঘোষ সহ থানার সমস্ত পুলিশ আধিকারিক ও কর্মীরা। পুলিশ সুপার কামনাশীষ সেন বক্তব্য রাখতে গিয়ে সকলের উদ্দেশ্যে করোনার সতর্কবার্তা দেন।
এই উদ্বোধনকে কেন্দ্র করে অতিথিদের সামনে জামালপুর থানার অফিসার ইন চার্জের লেখা ও নির্দেশনায় 'পুলিশের সেকাল ও একাল' বিষয়ক একটি নাটক মঞ্চস্থ করা হয়। নাট্যাভিনয়ে অংশগ্রহণ করেন পুলিশ কর্মী ও সিভিক ভলান্টিয়াররা।
0 Comments