Scrooling

ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রয়াত, মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

শ্যামাপূজা : বন্ধ হয়ে গেল ২০০ বছরের প্রথা


 

শ্যামাপূজা : বন্ধ হয়ে গেল ২০০ বছরের প্রথা 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : বন্ধ হয়ে গেল ২০০ বছরের প্রথা।  পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের বড় গোপীনাথপুর গ্রামে শ্রী শ্রী দক্ষিণাকালী মাতার মন্দিরে শ্যামাপূজা বা কালীপূজা উপলক্ষে ছাগ বলির রীতি ছিল। সমস্ত রকম আচার রীতি মেনে পূজা হলেও এবছর থেকে বন্ধ হলো ছাগ বলি প্রথা। 

আনুমানিক ২০০ বছর আগে চ্যাটার্জী পরিবারে এই পূজা শুরু হয়। পূজাকে ঘিরে প্রতি বছর অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। কিন্তু এই বছর করোনা অতিমারি পরিস্থিতিতে কোন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে না। চ্যাটার্জী পরিবারের এক সদস্য গিরি গোবর্ধন চট্টোপাধ্যায় বলেন,

 রাতে মায়ের পূজার পর প্রতিবছরই ছাগ বলি হত মায়ের মন্দিরের সামনে। চ্যাটার্জি পরিবারের প্রতিটি সদস্য ঠিক করেন যে এই বছর থেকে পুরোপুরি বলি প্রথা বন্ধ করা হবে। সেই নিয়ে চ্যাটার্জী পরিবারের সমস্ত সদস্যদের নিয়ে বিশেষ আলোচনা হয়। পরিবারে প্রত্যেক সদস্য মত প্রকাশ করেন বলিপ্রথার বিরুদ্ধে। তাই এই বছর আর কোন বলি দেওয়া হবে না। ছাগ বলির জায়গায় কলা আখ এবং কুশ উৎসর্গ করা হয় মাকে। সাথে সাথে যে জায়গায় ছাগ বলি দেওয়া হত সেই জায়গাতেই বিশ্ব শান্তি যজ্ঞ শুরু করা হয় এই বছর  থেকে।