সুব্রত মুখার্জীর স্মরণ সভা
অতনু হাজরা, জামালপুর : সদ্য প্রয়াত হয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের গুরুত্বপূর্ন মন্ত্রী তথা বরিষ্ঠ তৃণমূল নেতা সুব্রত মুখার্জী। সারা রাজ্য জুড়ে তাঁর স্মৃতির উদ্দেশ্যে শোক সভার আয়োজন করা হচ্ছে। পূর্ব বর্ধমানের জামালপুরে জামালপুর ১ নং পঞ্চায়েতের পক্ষ থেকে দীপাবলীর পর সোমবার অফিস খোলার প্রথম দিনেই পঞ্চায়েত অফিসে প্রধান ডলি নন্দী, উপ প্রধান সাহাবুদ্দিন মন্ডল(পাঞ্জাব) এর উপস্থিতিতে সদ্য প্রয়াত মন্ত্রী ও তৃণমূল নেতা সুব্রত মুখার্জীর স্মরণ সভার আয়োজন করা হয়।
তাঁর ছবিতে মাল্যদান করে নীরবতা পালনের মাধ্যমে শোক প্রকাশ করা হয়। প্রধান, উপ প্রধান ছাড়াও উপস্থিত ছিলেন পঞ্চায়েতের সকল সদস্য ও পঞ্চায়েতের সকল কর্মীরা।