সুব্রত মুখার্জীর স্মরণ সভা

চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের জনপ্রিয় রাষ্ট্রনেতাদের শীর্ষে # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান ওআরএসের জনক দিলীপ মহালনবিশকে #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

সুব্রত মুখার্জীর স্মরণ সভা



সুব্রত মুখার্জীর স্মরণ সভা 


অতনু হাজরা, জামালপুর : সদ্য প্রয়াত হয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের গুরুত্বপূর্ন মন্ত্রী তথা বরিষ্ঠ তৃণমূল নেতা সুব্রত মুখার্জী। সারা রাজ্য জুড়ে তাঁর স্মৃতির উদ্দেশ্যে শোক সভার আয়োজন করা হচ্ছে। পূর্ব বর্ধমানের জামালপুরে জামালপুর ১ নং পঞ্চায়েতের পক্ষ থেকে দীপাবলীর পর সোমবার অফিস খোলার প্রথম দিনেই পঞ্চায়েত অফিসে প্রধান ডলি নন্দী, উপ প্রধান সাহাবুদ্দিন মন্ডল(পাঞ্জাব) এর উপস্থিতিতে সদ্য প্রয়াত মন্ত্রী ও তৃণমূল নেতা সুব্রত মুখার্জীর স্মরণ সভার আয়োজন করা হয়।

 তাঁর ছবিতে মাল্যদান করে নীরবতা পালনের মাধ্যমে শোক প্রকাশ করা হয়। প্রধান, উপ প্রধান ছাড়াও উপস্থিত ছিলেন পঞ্চায়েতের সকল সদস্য ও পঞ্চায়েতের সকল কর্মীরা।



Post a Comment

0 Comments