Scrooling

প্রয়াত টাটা গ্রুপের কর্ণধার রতন টাটা, দুর্গা পুজোর আনন্দের মাঝে বিষাদের ছায়া # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # হাঁপানি ও অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছেন ? বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ অয়ন শিকদার বর্ধমানে আসছেন। নাম লেখাতে যোগাযোগ 9734548484 অথবা 9434360442 # টি টোয়েন্টি ওয়ার্ল্ড ক্রিকেট ২০২৪ : ভারতের বিশ্ব রেকর্ড, প্রথম থেকে শেষ সব ম্যাচে ভারতের জয় # কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আউসগ্রামের বিউটি বেগম # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

বেকসুর খালাস অলোক কুমার মাঝি


 

বেকসুর খালাস অলোক কুমার মাঝি 


অতনু হাজরা : মিথ্যা অভিযোগের মামলা থেকে অব্যাহতি পেলেন বিধায়ক অলোক কুমার মাঝি। বিধাননগর স্পেশাল কোর্ট (এম এল এ এবং এম পি'দের জন্য) এর বিচারক আজ তাঁকে বেকসুর খালাসের আদেশ দেন। উল্লেখ্য ২০১৪ সালে পূর্ব বর্ধমান জেলার খন্ডঘোষ ব্লকের উখরিদ গ্রামে একটি ঝামেলায় জড়িয়ে দেওয়া হয় বর্তমান জামালপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অলোক কুমার মাঝি ও তৎকালীন তৃণমূল কংগ্রেসের খন্ডঘোষ ব্লকের সভাপতি প্রভঞ্জন সেন সহ ২২ জনকে। তাদের নামে মামলা দায়ের করা হয়। সেই মামলা এতদিন চলে অবশেষে আজ ২৩৯/১৮ বিধানগর স্পেশাল কোর্ট (এম এল এ এবং এম পি দের জন্য) সেই মামলায় অলোক কুমার মাঝি, প্রভঞ্জন সেন সহ ২২ জনকেই বেকসুর খালাস করে দেন।

 অলোক কুমার মাঝির সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন আইনের প্রতি তাঁর ভরসা ছিল। মিথ্যা ভাবে তাঁকে জড়ানো হয়েছিল আজ তা থেকে নিষ্কৃতি পাওয়া গেল। সত্যের জয় সব সময়ই হয়।