Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বেকসুর খালাস অলোক কুমার মাঝি


 

বেকসুর খালাস অলোক কুমার মাঝি 


অতনু হাজরা : মিথ্যা অভিযোগের মামলা থেকে অব্যাহতি পেলেন বিধায়ক অলোক কুমার মাঝি। বিধাননগর স্পেশাল কোর্ট (এম এল এ এবং এম পি'দের জন্য) এর বিচারক আজ তাঁকে বেকসুর খালাসের আদেশ দেন। উল্লেখ্য ২০১৪ সালে পূর্ব বর্ধমান জেলার খন্ডঘোষ ব্লকের উখরিদ গ্রামে একটি ঝামেলায় জড়িয়ে দেওয়া হয় বর্তমান জামালপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অলোক কুমার মাঝি ও তৎকালীন তৃণমূল কংগ্রেসের খন্ডঘোষ ব্লকের সভাপতি প্রভঞ্জন সেন সহ ২২ জনকে। তাদের নামে মামলা দায়ের করা হয়। সেই মামলা এতদিন চলে অবশেষে আজ ২৩৯/১৮ বিধানগর স্পেশাল কোর্ট (এম এল এ এবং এম পি দের জন্য) সেই মামলায় অলোক কুমার মাঝি, প্রভঞ্জন সেন সহ ২২ জনকেই বেকসুর খালাস করে দেন।

 অলোক কুমার মাঝির সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন আইনের প্রতি তাঁর ভরসা ছিল। মিথ্যা ভাবে তাঁকে জড়ানো হয়েছিল আজ তা থেকে নিষ্কৃতি পাওয়া গেল। সত্যের জয় সব সময়ই হয়।