অভিষেক বন্দ্যোপাধ্যায় এর জন্মদিন পালন
ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালিত হলো বর্ধমানে। রবিবার রাতে তৃণমূল কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলার প্রাক্তন যুব সভাপতি রাসবিহারী হালদার তার সহযোদ্ধাদের নিয়ে সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে কেক কাটলেন। সাথে সাথে প্রতিবছরের মতো এদিন রাস্তার ধারে ফুটপাতে যে সমস্ত মানুষ অসহায় অবস্থায় শুয়ে থাকে তাদের হাতে খাবার তুলে দেওয়া হয় শহর বর্ধমানের বিভিন্ন প্রান্তে। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শহর বর্ধমান যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শুভায়ু সাহা, শহর বর্ধমান তৃণমূল কংগ্রেস জয় হিন্দ বাহিনীর সভাপতি পল্লব দাস, জেলার সাধারণ সম্পাদক যোগেশ্বর দাস বৈরাগ্য, সম্পাদিকা শাহানা পারভীন সহ বর্ধমান শহরের ৩৫ টি ওয়ার্ডের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি ও কর্মীবৃন্দ।