পাঁচ হাজার শিক্ষার্থীকে দেওয়া হবে স্টুডেন্ট ক্রেডিট কার্ড
ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর নির্দেশে পশ্চিমবঙ্গ সরকার স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ঋন অনুমোদন শিবির আয়োজন করার উদ্যোগ নিয়েছে।
কলকাতা ও সমস্ত জেলায় এবং মহকুমা স্তরে আগামী ২০ নভেম্বর শনিবার বেলা ১১ টা থেকে তিনটে পর্যন্ত এই শিবির আয়োজিত হবে।
তথ্য ও সংস্কৃতি দপ্তর সূত্রে জানা যাচ্ছে এই উদ্যোগের মাধ্যমে সারা রাজ্যে প্রায় পাঁচ হাজার ছাত্র-ছাত্রীকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড এবং ঋণ অনুমোদন পত্র দেওয়া হবে।
পূর্ব বর্ধমান জেলার ১৭৮ জন শিক্ষার্থীর হাতে শনিবার স্টুডেন্ট ক্রেডিট কার্ড তুলে দেওয়া হবে। শহর বর্ধমানে বিডিএ মিটিং হলে অনুষ্ঠান হবে। জেলা শাসক প্রিয়াঙ্কা সিংলা সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত থাকবেন। এছাড়া কালনা ও কাটোয়া মহকুমাতেও অনুরূপ অনুষ্ঠান হবে।