Scrooling

উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

কৃষক আন্দোলনের চাপে নরেন্দ্র মোদী সরকারের মাথানত : তিন কৃষি আইন প্রত্যাহার ঘোষণা


কৃষক আন্দোলনের চাপে নরেন্দ্র মোদী সরকারের মাথানত : তিন কৃষি আইন প্রত্যাহার ঘোষণা

 

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : ১৯ নভেম্বর গুরু নানকের জন্মদিনের সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে বিতর্কিত তিন কৃষি আইন প্রত্যাহারের কথা ঘোষণা করেন । এরপরেই বিরোধী দলগুলি প্রতিক্রিয়া জানাতে গিয়ে সরব হয়ে ওঠে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর এই ঘোষণার মধ্যে কৃষক আন্দোলনের জয়কেই দেখতে পেয়েছেন । তিনি আন্দোলনকারী কৃষকদের অভিনন্দন জানিয়েছেন।

শুক্রবার সকালে টুইটারে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘বিজেপি কৃষকদের প্রতি নৃশংস। কিন্তু তার বিরুদ্ধে যে সমস্ত কৃষক নিরন্তর লড়াই চালিয়ে গিয়েছেন তাঁদের প্রত্যেককে আমার হার্দিক অভিনন্দন। এটা আপনাদের জয়। এই লড়াইয়ে যাঁরা প্রাণ হারিয়েছেন তাঁদের প্রতি আমার শ্রদ্ধা।’ 

নরেন্দ্র মোদী তিন কৃষি আইন আইন প্রত্যাহারের বিষয়টি ঘোষণা করতেই বিজেপি কটাক্ষ করেছেন বর্ষিয়ান তৃণমূল সাংসদ সৌগত রায়। তাঁর মতে, এই আইন প্রত্যাহার আসলে দেশের গণতন্ত্রের জয়। তিনি বলেছেন, ‘‘দিল্লি সীমানায় গত বছর থেকে আন্দেলন চালিয়ে যাচ্ছেন কৃষকরা। বিজেপি সেই আন্দোলন ভাঙার অনেক চেষ্টা করেছিল। কিন্তু পারে নি। এটাই গণতান্ত্রিক শক্তি।’’ এর পরেই বিজেপি'র উদ্দেশে কটাক্ষ করে বলেছেন, ‘‘সামনে পাঁচ রাজ্যে নির্বাচন রয়েছে। নির্বাচনে ভরাডুবির ভয়েই বিতর্কিত কৃষি আইন প্রত্যাহার করলেন মোদী।"

ভারতের ইতিহাসে এই কৃষক আন্দোলন একটা মাইলস্টোন হিসাবে চিহ্নিত হবে। কৃষকদের সম্মিলিত আন্দোলনের চাপে শেষ পর্যন্ত নরেন্দ্র মোদী সরকার মাথানত করে তিন কৃষি আইন প্রত্যাহার করতে বাধ্য হলেন । এটা গণতন্ত্রের জয়।

এদিন সকালে প্রধানমন্ত্রীর ঘোষণার পরেই কৃষি আইন প্রত্যাহার নিয়েই একাধিক টুইট করেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন। প্রথম টুইটেই তিনি লিখেছেন, ‘অহংকারের হার। অহঙ্কারের হার, অতিরিক্ত গর্ব থেকে ভূপতিত।’

এদিকে তিন কৃষি আইন প্রত্যাহারের বিষয়টি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করতেই বিরোধী দলের নেতা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী এই ঘোষণাকে অহংকারের পতন বলে মনে করছেন। তিনি টুইটারে কৃষি আইন প্রত্যাহার প্রসঙ্গে হিন্দিতে লিখেছেন, ‘দেশের অন্নদাতাদের সত্যাগ্রহ অহঙ্কারের মাথা নত করে দিয়েছে। অন্যায়ের বিরুদ্ধে জয়কে অভিনন্দন। জয় হিন্দ। জয় হিন্দের কৃষক।’

                            Image by courtesy : DD News