মহাসমারোহে ছট পুজো
সেখ সামসুদ্দিন, ১০ নভেম্বর : মেমারি শহরের বিভিন্ন ঘাটে মহাসমারোহে ছট পুজো হয়। মেমারির হাটপুকুর, ডিভিসির শ্মশান ঘাট, কেন্দপলা ঘাট, কলপুকুর, কদমপুকুর, নলপুকুর সহ বিভিন্ন স্থানে হিন্দিভাষী মানুষেরা আজ তাদের ধর্মীয় রীতি অনুযায়ী দন্ডিকাটা থেকে পুকুরে স্নান করে সূর্যদেবের পুজো করে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এবং কাল সকালে সূর্য উদয় পর্যন্ত এই অনুষ্ঠান চলবে।
পুণ্যার্থীদের শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন মেমারির বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্য, মেমারি ১ পঞ্চায়েত সমিতির সভাপতি বসন্ত রুইদাস, প্রশাসনিক বোর্ডের সদস্য পল্লব চ্যাটার্জী, পরে আসেন প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান স্বপন বিষয়ী, অজিত কুমার সিং, মুকেশ শর্মা, প্রাক্তন সহ প্রশাসক সুপ্রিয় সামন্ত, প্রাক্তন কাউন্সিলর গণ, শ্মশান ঘাটে কর্মাধ্যক্ষ সনাতন হেমব্রম, সদস্য নিত্যানন্দ ব্যানার্জী, শিক্ষক নেতা মৃন্ময় ঘোষ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।