চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

দুর্নীতি এবং অন্যায়ের বিরুদ্ধে জয় হিন্দ বাহিনীর সদস্যদের রুখে দাঁড়াবার আহ্বান

 


দুর্নীতি এবং অন্যায়ের বিরুদ্ধে জয় হিন্দ বাহিনীর সদস্যদের রুখে দাঁড়াবার আহ্বান 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : দুর্নীতি এবং অন্যায়ের বিরুদ্ধে জয় হিন্দ বাহিনীর সদস্যদের রুখে দাঁড়াবার ডাক দিলেন বর্ধমান পৌরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান প্রণব চট্টোপাধ্যায়। সোমবার বর্ধমান টাউন হলে বর্ধমান শহর তৃণমূল কংগ্রেস জয় হিন্দ বাহিনী বিজয়া  সম্মেলনীর আয়োজন করেছিল। ওই সভাতেই বক্তব্য রাখতে গিয়ে পুর প্রশাসক প্রণব চট্টোপাধ্যায় দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হন। বর্ধমান পৌরসভার চারটি রোলার উধাও হয়ে যাওয়ার বিষয়েও উষ্মা প্রকাশ করেন। তিনি জয় হিন্দ বাহিনীর সদস্যদের মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে পথ চলার কথা বলেন। তাঁর বক্তব্যে জয়হিন্দ বাহিনীর কর্মী-সমর্থকরা রীতিমতো উজ্জীবিত। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন অতিথিরা।

এদিনের বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বর্ধমান পৌরসভার প্রশাসক মন্ডলীর ভাইস চেয়ারম্যান আইনুল হক, পূর্ব বর্ধমান জেলা পরিষদের মেন্টর উজ্জ্বল প্রামাণিক, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি মেহবুব রহমান, জয়হিন্দ বাহিনীর পূর্ব বর্ধমান জেলার সভাপতি রবীন নন্দী, জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সনৎ বক্সী, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সংগঠনের নেতা সীতারাম সিং প্রমুখ। 

বিশিষ্ট জনের মধ্যে উপস্থিত ছিলেন বর্ধমান পৌরসভার প্রশাসক মন্ডলের ভাইস-চেয়ারম্যান আল্পনা হালদার, প্রশাসক মন্ডলীর সদস্য ডাঃ শঙ্খ ঘোষ, উমা সাঁই, তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের প্রবীন নেতা সন্তোষ সাহাশিকদার, সবুজ মাস্টার, সমাজসেবী মাহিন্দর সিং সালুজা, ডাঃ সুশান্ত কুমার দাস, তৃণমূল নেতা দেবপ্রসাদ গাঙ্গুলী, জয়হিন্দ বাহিনীর বর্ধমান শহর কমিটির সভাপতি পল্লব দাস, চেয়ারম্যান সমরজিৎ দাস, জেলার সাধারণ সম্পাদক যোগেশ্বর দাস বৈরাগ্য সহ তৃণমূল কংগ্রেস এবং জয়হিন্দ বাহিনীর অন্যান্য নেতৃত্ব।

বর্ধমান শহর জয়হিন্দ বাহিনীর এদিনের বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বর্ধমান টাউন হল ছিল কানায় কানায় পূর্ণ। হলের বাইরেও ছিল কর্মী-সমর্থকদের ভিড়। অনুষ্ঠান শেষে সকলকে মিষ্টিমুখে আপ্পায়িত করা হয়।