মহাষষ্ঠীতে ১৬ টি দুর্গাপুজোর উদ্বোধন জামালপুরে

চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের জনপ্রিয় রাষ্ট্রনেতাদের শীর্ষে # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান ওআরএসের জনক দিলীপ মহালনবিশকে #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

মহাষষ্ঠীতে ১৬ টি দুর্গাপুজোর উদ্বোধন জামালপুরে


 

মহাষষ্ঠীতে ১৬ টি দুর্গাপুজোর উদ্বোধন জামালপুরে 


অতনু হাজরা, জামালপুর : আজ মহাষষ্ঠীর শুভ লগ্নে জামালপুর ব্লকের বিভিন্ন প্রান্তের দুর্গা পূজার উদ্বোধন করলেন জামালপুর বিধানসভার বিধায়ক অলোক মাঝি  ও জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান। আজ  বেত্রাগড় ফ্রেন্ডস ক্লাবের পূজা ও বাদপুর নেতাজী সংঘ, আমড়া মনসা তলা, কুলুপুকুর দূর্গোৎসব, আটপাড়া শ্রীকান্ত সংঘ এর দূর্গোৎসব, শুড়েকালনা বান্ধব সমিতির দূর্গা পূজা, কাঠুরিয়া পাড়া বারোয়ারী ক্লাবের পূজা,

 জামালপুর কিশলয় সমিতির দূর্গোৎসব ও জামালপুর গঞ্জ বারোয়ারী ক্লাবের পূজা, হালাড়া সার্ব্বজনীন দুর্গোৎসব, কালাড়া  সহ বিভিন্ন দূর্গোৎসব এর আজ উদ্বোধন করলেন বিধায়ক অলোক কুমার মাঝি  ও জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান, এছাড়াও উপস্থিত ছিলেন জামালপুর পঞ্চায়েত সমিতির সহসভাপতি দেবু হেমব্রম সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। অলোক কুমার মাঝি ও মেহেমুদ খান মহাষষ্ঠীতে ১৬ টি দুর্গাপুজোর  উদ্বোধন করলেন।


Post a Comment

0 Comments