Scrooling

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

বর্ধমান ২ ব্লকে ৮৭ টি দুর্গা পুজো কমিটির হাতে সরকারি অনুদানের চেক প্রদান


 

বর্ধমান ২ ব্লকে ৮৭ টি দুর্গা পুজো কমিটির হাতে সরকারি অনুদানের চেক প্রদান 


অর্ঘ্য ব্যানার্জী, শক্তিগড় : গত বছরের মতো এবারও পশ্চিমবঙ্গের প্রতিটি দুর্গাপুজো কমিটিকে ৫০ হাজার টাকা করে অর্থ সাহায্য করা হবে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো ৮ অক্টোবর বর্ধমান ২ নম্বর ব্লকের শক্তিগড় থানায় মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে এ বছরও ছোট-বড়ো ক্লাব ও বারোয়ারি পূজা কমিটি সহ মোট ৮৭টি পুজো কমিটিকে ৫০,০০০ টাকা করে চেক তুলে দেওয়া হয়।

 এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ কুমার মালিক, বিডিও সুবর্ণা মজুমদার, শক্তিগড় থানার ওসি কুনাল বিশ্বাস, বর্ধমান ২ পঞ্চায়েত সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অরুণ গোলদার সহ আরও অনেকে। 

   পাশাপাশি প্রত্যেক পুজো কমিটিকে সমস্ত রকম কোভিড বিধি মেনে পুজো করা, এমনকি ক্লোজ সার্কিট ক্যামেরা লাগানোর নির্দেশ দেওয়া হয়। এছাড়া এবছরও বিসর্জনের কার্নিভাল এবং কোনো রকম সাংস্কৃতিক অনুষ্ঠান করা যাবে না বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।