Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বর্ধমান ২ ব্লকে ৮৭ টি দুর্গা পুজো কমিটির হাতে সরকারি অনুদানের চেক প্রদান


 

বর্ধমান ২ ব্লকে ৮৭ টি দুর্গা পুজো কমিটির হাতে সরকারি অনুদানের চেক প্রদান 


অর্ঘ্য ব্যানার্জী, শক্তিগড় : গত বছরের মতো এবারও পশ্চিমবঙ্গের প্রতিটি দুর্গাপুজো কমিটিকে ৫০ হাজার টাকা করে অর্থ সাহায্য করা হবে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো ৮ অক্টোবর বর্ধমান ২ নম্বর ব্লকের শক্তিগড় থানায় মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে এ বছরও ছোট-বড়ো ক্লাব ও বারোয়ারি পূজা কমিটি সহ মোট ৮৭টি পুজো কমিটিকে ৫০,০০০ টাকা করে চেক তুলে দেওয়া হয়।

 এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ কুমার মালিক, বিডিও সুবর্ণা মজুমদার, শক্তিগড় থানার ওসি কুনাল বিশ্বাস, বর্ধমান ২ পঞ্চায়েত সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অরুণ গোলদার সহ আরও অনেকে। 

   পাশাপাশি প্রত্যেক পুজো কমিটিকে সমস্ত রকম কোভিড বিধি মেনে পুজো করা, এমনকি ক্লোজ সার্কিট ক্যামেরা লাগানোর নির্দেশ দেওয়া হয়। এছাড়া এবছরও বিসর্জনের কার্নিভাল এবং কোনো রকম সাংস্কৃতিক অনুষ্ঠান করা যাবে না বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।