বর্ধমান ২ ব্লকে ৮৭ টি দুর্গা পুজো কমিটির হাতে সরকারি অনুদানের চেক প্রদান

চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

আগামী ৮ জুলাই পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন, গণনা ১১ জুলাই # ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের জনপ্রিয় রাষ্ট্রনেতাদের শীর্ষে # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান ওআরএসের জনক দিলীপ মহালনবিশকে #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

বর্ধমান ২ ব্লকে ৮৭ টি দুর্গা পুজো কমিটির হাতে সরকারি অনুদানের চেক প্রদান


 

বর্ধমান ২ ব্লকে ৮৭ টি দুর্গা পুজো কমিটির হাতে সরকারি অনুদানের চেক প্রদান 


অর্ঘ্য ব্যানার্জী, শক্তিগড় : গত বছরের মতো এবারও পশ্চিমবঙ্গের প্রতিটি দুর্গাপুজো কমিটিকে ৫০ হাজার টাকা করে অর্থ সাহায্য করা হবে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো ৮ অক্টোবর বর্ধমান ২ নম্বর ব্লকের শক্তিগড় থানায় মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে এ বছরও ছোট-বড়ো ক্লাব ও বারোয়ারি পূজা কমিটি সহ মোট ৮৭টি পুজো কমিটিকে ৫০,০০০ টাকা করে চেক তুলে দেওয়া হয়।

 এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ কুমার মালিক, বিডিও সুবর্ণা মজুমদার, শক্তিগড় থানার ওসি কুনাল বিশ্বাস, বর্ধমান ২ পঞ্চায়েত সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অরুণ গোলদার সহ আরও অনেকে। 

   পাশাপাশি প্রত্যেক পুজো কমিটিকে সমস্ত রকম কোভিড বিধি মেনে পুজো করা, এমনকি ক্লোজ সার্কিট ক্যামেরা লাগানোর নির্দেশ দেওয়া হয়। এছাড়া এবছরও বিসর্জনের কার্নিভাল এবং কোনো রকম সাংস্কৃতিক অনুষ্ঠান করা যাবে না বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।


Post a Comment

0 Comments