Scrooling

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

কৃষকদের পিষে মারলো কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে, প্রতিবাদে সরব বাংলা



 

কৃষকদের পিষে মারলো কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে, প্রতিবাদে সরব বাংলা 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে আন্দোলনরত আটজন কৃষককে গাড়ির চাকায় পিষে মারার ঘটনায় গর্জে উঠলো গোটা পশ্চিমবঙ্গ। স্বয়ং তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনায় নিন্দায় সরব হয়েছেন। তাঁর নির্দেশে কৃষকদের পাশে দাঁড়াতে সোমবার সকালে যোগীরাজ্যে রওনা দিয়েছেন সাংসদ দোলা সেন এর নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল। 

এদিকে কেন্দ্রের মোদি সরকারের কৃষক বিরোধী কালাকানুন বাতিলের দাবিতে এবং উত্তরপ্রদেশের লখিমপুর খেরি অঞ্চলে আন্দোলনরত কৃষকদের গাড়ির তলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অজয় মিশ্র'র পুত্র আশিস মিশ্র দ্বারা সংঘটিত নৃশংস হত্যাকাণ্ডের বিরুদ্ধে আজ ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) জামালপুর ১ এরিয়া কমিটির পক্ষ থেকে জামালপুর দোলরডাঙা থেকে জামালপুর বাসস্ট্যান্ড পর্যন্ত প্রতিবাদ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। 

অন্যদিকে উত্তরপ্রদেশের লখিমপুরে কৃষক সমাবেশের ওপর কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অজয় মিশ্রর ছেলে গাড়ি চালিয়ে ৮ জন কৃষকে নৃশংস ভাবে  হত্যা করার প্রতিবাদে দুর্গাপুর বেনাচিতিতে কাইজার মোড়ে প্রতিবাদ দিবস পালন করা হয়। এসইউসিআইসি'র দুর্গাপুরের কর্মী-সমর্থকরা আজ এই প্রতিবাদ সভা করে এবং কৃষক আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। এই সভায় এসইউসিআই পশ্চিম বর্ধমান জেলা কমিটির সদস্য সোমনাথ বন্দ্যোপাধ্যায় দাবি তোলেন অবিলম্বে এই কৃষক হত্যার সঙ্গে যুক্ত দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। বিচার বিভাগীয় তদন্ত করতে হবে এবং কালা কৃষি আইন বাতিল করতে হবে।