চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

তুমিই পারো (প্রাসঙ্গিক একটি কবিতা)


 

তুমিই পারো
(প্রাসঙ্গিক একটি কবিতা)


শান্তনু সেন শর্মা 


বন্ধু তুমি ভোরের আকাশে 

সূর্য ওঠাও, 

বন্ধু তুমি চাঁদের আলোয় 

রাতকে ভাসাও। 

বন্ধু তুমি মরু প্রান্তরে 

বৃষ্টি ঝরাও, 

বন্ধু তুমি পাহাড় শৃঙ্গে 

পতাকা ওড়াও।

বন্ধু তুমি শত্রুর বুকে 

আঘাত হানো,

যেমন দুর্গার হাতে শাস্তি পেল অসুর-দানো।

সেই ত্রিশূলে বিঁধতে হবে

শত্রু জনে,

জিততে হবে আবার

তোমায় হার না মেনে।

তোমার তরে প্রতীক্ষাতে

লক্ষ জনে,

পথে এবার নামো সাথী

কঠিন মনে।

সব বেড়াজাল ঘুচিয়ে এবার

হালটা ধরো,

দানব থেকে মানব জনে

মুক্ত করো।

যে মুক্তি কবি চান

আকাশ জুড়ে, 

আবার সেই আলোয়

আকাশ উঠুক ভরে।