চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করলেন প্রধানমন্ত্রী # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # বাংলার চিকিৎসক উজ্জ্বল পোদ্দার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের সেরার তালিকায় #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

তুমিই পারো (প্রাসঙ্গিক একটি কবিতা)


 

তুমিই পারো
(প্রাসঙ্গিক একটি কবিতা)


শান্তনু সেন শর্মা 


বন্ধু তুমি ভোরের আকাশে 

সূর্য ওঠাও, 

বন্ধু তুমি চাঁদের আলোয় 

রাতকে ভাসাও। 

বন্ধু তুমি মরু প্রান্তরে 

বৃষ্টি ঝরাও, 

বন্ধু তুমি পাহাড় শৃঙ্গে 

পতাকা ওড়াও।

বন্ধু তুমি শত্রুর বুকে 

আঘাত হানো,

যেমন দুর্গার হাতে শাস্তি পেল অসুর-দানো।

সেই ত্রিশূলে বিঁধতে হবে

শত্রু জনে,

জিততে হবে আবার

তোমায় হার না মেনে।

তোমার তরে প্রতীক্ষাতে

লক্ষ জনে,

পথে এবার নামো সাথী

কঠিন মনে।

সব বেড়াজাল ঘুচিয়ে এবার

হালটা ধরো,

দানব থেকে মানব জনে

মুক্ত করো।

যে মুক্তি কবি চান

আকাশ জুড়ে, 

আবার সেই আলোয়

আকাশ উঠুক ভরে।


Post a Comment

0 Comments