Scrooling

হাঁপানি ও অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছেন ? বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ অয়ন শিকদার আগামী ২৫ আগস্ট বর্ধমানে আসছেন। নাম লেখাতে যোগাযোগ 9734548484 অথবা 9434360442 # টি টোয়েন্টি ওয়ার্ল্ড ক্রিকেট ২০২৪ : ভারতের বিশ্ব রেকর্ড, প্রথম থেকে শেষ সব ম্যাচে ভারতের জয় # কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আউসগ্রামের বিউটি বেগম # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

তুমিই পারো (প্রাসঙ্গিক একটি কবিতা)


 

তুমিই পারো
(প্রাসঙ্গিক একটি কবিতা)


শান্তনু সেন শর্মা 


বন্ধু তুমি ভোরের আকাশে 

সূর্য ওঠাও, 

বন্ধু তুমি চাঁদের আলোয় 

রাতকে ভাসাও। 

বন্ধু তুমি মরু প্রান্তরে 

বৃষ্টি ঝরাও, 

বন্ধু তুমি পাহাড় শৃঙ্গে 

পতাকা ওড়াও।

বন্ধু তুমি শত্রুর বুকে 

আঘাত হানো,

যেমন দুর্গার হাতে শাস্তি পেল অসুর-দানো।

সেই ত্রিশূলে বিঁধতে হবে

শত্রু জনে,

জিততে হবে আবার

তোমায় হার না মেনে।

তোমার তরে প্রতীক্ষাতে

লক্ষ জনে,

পথে এবার নামো সাথী

কঠিন মনে।

সব বেড়াজাল ঘুচিয়ে এবার

হালটা ধরো,

দানব থেকে মানব জনে

মুক্ত করো।

যে মুক্তি কবি চান

আকাশ জুড়ে, 

আবার সেই আলোয়

আকাশ উঠুক ভরে।