Scrooling

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

তুমিই পারো (প্রাসঙ্গিক একটি কবিতা)


 

তুমিই পারো
(প্রাসঙ্গিক একটি কবিতা)


শান্তনু সেন শর্মা 


বন্ধু তুমি ভোরের আকাশে 

সূর্য ওঠাও, 

বন্ধু তুমি চাঁদের আলোয় 

রাতকে ভাসাও। 

বন্ধু তুমি মরু প্রান্তরে 

বৃষ্টি ঝরাও, 

বন্ধু তুমি পাহাড় শৃঙ্গে 

পতাকা ওড়াও।

বন্ধু তুমি শত্রুর বুকে 

আঘাত হানো,

যেমন দুর্গার হাতে শাস্তি পেল অসুর-দানো।

সেই ত্রিশূলে বিঁধতে হবে

শত্রু জনে,

জিততে হবে আবার

তোমায় হার না মেনে।

তোমার তরে প্রতীক্ষাতে

লক্ষ জনে,

পথে এবার নামো সাথী

কঠিন মনে।

সব বেড়াজাল ঘুচিয়ে এবার

হালটা ধরো,

দানব থেকে মানব জনে

মুক্ত করো।

যে মুক্তি কবি চান

আকাশ জুড়ে, 

আবার সেই আলোয়

আকাশ উঠুক ভরে।