ছট পুজোর ঘাট পরিদর্শন করলেন পুলিশকর্তা
কাজল মিত্র, আসানসোল : আসন্ন ছট পুজো উপলক্ষে আসানসোলের বিভিন্ন ঘাটের পরিস্থিতি খতিয়ে দেখলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার সুধীর কুমার নীলকন্ঠম। পাশাপাশি তিনি আসানসোলের শতাব্দী পার্কের ঘাটও পরিদর্শন করেন।
এদিন তিনি জানান, আসানসোলের বিভিন্ন ছট ঘাটের পরিদর্শন করা হয়। কোভিড বিধি মেনেই পুজো করতে বলা হচ্ছে। পুজোর সময়ে থাকবে পুলিশের নজরদারি।