দামোদর নদের মাঝিমাল্লাদের হাতে পুজোর উপহার

চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের জনপ্রিয় রাষ্ট্রনেতাদের শীর্ষে # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান ওআরএসের জনক দিলীপ মহালনবিশকে #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

দামোদর নদের মাঝিমাল্লাদের হাতে পুজোর উপহার


 

দামোদর নদের মাঝিমাল্লাদের হাতে পুজোর উপহার 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : দামোদর নদের মাঝিমাল্লাদের হাতে পুজোর উপহার তুলে দিলেন পূর্ব বর্ধমানের দুটি স্বেচ্ছাসেবী সংগঠন। সারা বছর প্রাণ হাতে করে যাত্রীদের পারাপারের ব্যবস্থা করেন এই মাঝিমাল্লারা। এদের কাজে ঝুঁকি অনেক। পুজোর ছুটি বলেও এদের জীবনে কিছু নেই। আজ বড়শুলের দামোদর নদের ঘাটে এক সংক্ষিপ্ত অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বড়শুল ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান রমেশ চন্দ্র সরকার, শিক্ষক ও সাংবাদিক জয়ন্ত বিশ্বাস, বর্ধমান ওয়েভ এর সভাপতি পার্থ চৌধুরী সহ অন্যান্যরা।

কোভিড বিধি মেনে এই কর্মসূচি পালন করা হয়। বর্ধমান ওয়েভ এবং আব্দুল কালাম এডুকেশনাল এণ্ড চ্যারিটেবল সোসাইটি এই উদ্যোগ নিয়েছিল। দুটি স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা নদীর ঘাটে উপস্থিত ছিলেন।  মাঝিমাল্লাদের হাতে জামা, প্যান্ট, গামছা দেওয়া হয়। কোভিড সংক্রমণের সতর্কতার জন্য মাস্ক ও স্যানিটাইজার দেওয়া হয় প্রত্যেককে। জানা গেছে,  এদের কাজের ঝুঁকি কমাতে মাঝিদের লাইফ জ্যাকেট দেবার কথা চিন্তাভাবনা করছেন তাঁরা। সবশেষে সবাইকে শারদোৎসবের শুভেচ্ছা জানানো হয়। 


Post a Comment

0 Comments