Scrooling

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

দামোদর নদের মাঝিমাল্লাদের হাতে পুজোর উপহার


 

দামোদর নদের মাঝিমাল্লাদের হাতে পুজোর উপহার 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : দামোদর নদের মাঝিমাল্লাদের হাতে পুজোর উপহার তুলে দিলেন পূর্ব বর্ধমানের দুটি স্বেচ্ছাসেবী সংগঠন। সারা বছর প্রাণ হাতে করে যাত্রীদের পারাপারের ব্যবস্থা করেন এই মাঝিমাল্লারা। এদের কাজে ঝুঁকি অনেক। পুজোর ছুটি বলেও এদের জীবনে কিছু নেই। আজ বড়শুলের দামোদর নদের ঘাটে এক সংক্ষিপ্ত অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বড়শুল ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান রমেশ চন্দ্র সরকার, শিক্ষক ও সাংবাদিক জয়ন্ত বিশ্বাস, বর্ধমান ওয়েভ এর সভাপতি পার্থ চৌধুরী সহ অন্যান্যরা।

কোভিড বিধি মেনে এই কর্মসূচি পালন করা হয়। বর্ধমান ওয়েভ এবং আব্দুল কালাম এডুকেশনাল এণ্ড চ্যারিটেবল সোসাইটি এই উদ্যোগ নিয়েছিল। দুটি স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা নদীর ঘাটে উপস্থিত ছিলেন।  মাঝিমাল্লাদের হাতে জামা, প্যান্ট, গামছা দেওয়া হয়। কোভিড সংক্রমণের সতর্কতার জন্য মাস্ক ও স্যানিটাইজার দেওয়া হয় প্রত্যেককে। জানা গেছে,  এদের কাজের ঝুঁকি কমাতে মাঝিদের লাইফ জ্যাকেট দেবার কথা চিন্তাভাবনা করছেন তাঁরা। সবশেষে সবাইকে শারদোৎসবের শুভেচ্ছা জানানো হয়।