Scrooling

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

পৌর এলাকায় অবৈধ নির্মাণ ভাঙ্গা নিয়ে আলোড়ন


 

পৌর এলাকায় অবৈধ নির্মাণ ভাঙ্গা নিয়ে আলোড়ন


কাজল মিত্র, আসানসোল : পশ্চিম বর্ধমানের আসানসোলে পৌর নিগমের তরফে ভাঙ্গা হল  অবৈধ নির্মাণ। কুলটি রানিতলাতে জিটি রোডের পাশে যে অবৈধ নির্মাণ করা হচ্ছে তা ভেঙে দেওয়া হয়। পৌর নিগমের এই পদক্ষেপের পরে, এলাকায় হৈ চৈ সৃষ্টি হয়েছিল। এপ্রসঙ্গে পৌর নিগমের প্রশাসনিক বোর্ড সদস্য চন্দ্রশেখর কুণ্ডু বলেন, জিটি রোডের পাশে সরকারি জমিতে অবৈধ নির্মাণের বিষয়ে অভিযোগ পাওয়া যাচ্ছিল, বহুবার সেই লোকদের মানা করা হয়েছিল কিন্তু এর পরেও সেখানে রাতারাতি অবৈধ নির্মাণ করা হয়েছিল। অভিযোগ পাওয়ার সাথে সাথেই  দ্রুত পদক্ষেপ নেওয়ার পর এটি ভেঙে ফেলা হয়েছে।

তিনি বলেন, এখানে অবৈধভাবে দখল এবং নির্মাণ করা হচ্ছে, যা ব্যবসার কাজেও ব্যবহার করা হচ্ছে। কিন্তু তিনি সরাসরি জানিয়েছেন কোন প্রকার অবৈধ নির্মাণ বাণিজ্যিক ব্যবহারের জন্য ব্যবহার করা যাবে না। এইধরনের অবৈধভাবে নির্মাণের ক্ষেত্রে অভিযান চালু থাকবে।

অপরদিকে ওই অবৈধ নির্মাণকারী  ব্যাক্তি জানান  পৌরনিগমের তরফে এই দোকান ভাঙ্গার কোন কথা আগে জানানো হয়নি। তাই না জানিয়েই হঠাৎ করে আজ দোকান টি ভেঙে দেওয়া হলো।এই দোকানটি তৈরী করতে সুদের উপর টাকা নিয়ে কষ্ট করে এই দোকান টি নির্মাণ করছিলাম।আমারটা যদি অবৈধ নির্মাণ হয় তাহলে আরো যেসব অবৈধ নির্মাণ আছে সেগুলোও ভাঙ্গা হোক। এই নিয়মকি শুধু আমার জন্য। আমার পাশের বাড়ীর দোকান তৈরি হয়ে বিক্রি হয়ে গেলো তারপরেও কিছু হয়নি।