Scrooling

হাঁপানি ও অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছেন ? বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ অয়ন শিকদার আগামী ২৫ আগস্ট বর্ধমানে আসছেন। নাম লেখাতে যোগাযোগ 9734548484 অথবা 9434360442 # টি টোয়েন্টি ওয়ার্ল্ড ক্রিকেট ২০২৪ : ভারতের বিশ্ব রেকর্ড, প্রথম থেকে শেষ সব ম্যাচে ভারতের জয় # কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আউসগ্রামের বিউটি বেগম # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

কলকাতার মহম্মদ আলি পার্কের দূর্গা পুজোয় এবারও প্রাসঙ্গিক ভাবনায় দর্শক টানবে 


 

কলকাতার মহম্মদ আলি পার্কের দূর্গা পুজোয় এবারও প্রাসঙ্গিক ভাবনায় দর্শক টানবে  



ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : মধ্য কলকাতার অন্যতম সেরা দুর্গাপুজো মহম্মদ আলি পার্কের পুজো। ২০১৯ সালো জলাধারের কাজের জন্য স্থানান্তরিত করতে হয়েছিল মহম্মদ আলি পার্কের পুজো। দু'বছর পর ফের নিজেদের জায়গায় ফিরে এসেছে তাদের দুর্গাপুজো। ইয়ুথ অ্যাসোশিয়েশন আয়োজিত মহম্মদ আলি পার্কের দুর্গাপুজোর এবারের থিম ভ্যাক্সিনেশন উইনস ওভার করোনা'। ৩০ ফুট উচ্চতা বিশিষ্ট মন্ডপে শোভা পাবে একচালা মায়ের মূর্তি। প্রতিমা শিল্পী মেদিনীপুর জেলার কুশ বেরা। মন্ডপ সজ্জায়   হুগলী জেলার মগরার ঘোষ ডেকরেটরের শিল্পী পঙ্কজ ঘোষ। 

মহম্মদ আলি পার্কের পুজো কমিটির সাধারণ সম্পাদক সুরেন্দ্র কুমার শর্মা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ২০২০ যদি হয় কোভিড সংক্রমণের বছর, তবে ২০২১ কে অবশ্যই বলতে হবে টিকাকরণের অর্থাৎ ভ্যাক্সিনেশনের বছর এবং ভাইরাসের বিরুদ্ধে লড়তে এটাই একমাত্র অস্ত্র। সেই বার্তাই এবার আমরা আমাদের পুজোতে দিতে চাইছি।

তিনি জানান, দর্শকদের মন্ডপের ভেতর প্রবেশের অনুমতি যদিও থাকছেনা, তবু আমরা এমন ব্যবস্থা করছি, যাতে তাঁরা বাইরে থেকেই পুজো উপভোগ করতে পারেন। ১৫ ফুট দুর থেকেই খুব স্পষ্টভাবে প্রতিমা দর্শন করা যাবে। এটাও সত্যি, সকলের স্বাস্থ্যের থেকে গুরুত্বপূর্ণ কিছুই হয়না। আমরা অবশ্যই আগামী বছরগুলোতে জাঁকজমক করে পুজোর আয়োজন করব। 

উল্লেখ্য, মধ্যে কলকাতার অন্যতম সেরা দুর্গাপুজো এই মহম্মদ আলি পার্কের পুজো, যা প্রত্যেক দর্শনার্থীদের অবশ্য গন্তব্যের তালিকায় থাকে তাদের অভূতপূর্ব মন্ডপসজ্জার জন্য। মধ্যে এবং উত্তর কলকাতার যথেষ্ট মর্যাদাপূর্ণ ইয়ুথ অ্যাসোশিয়েশন ক্লাবটি বিভিন্ন বিভাগে ইতিমধ্যেই প্রচুর পুরস্কার লাভ করেছে। গত বছর

মহম্মদ আলি পার্ক মহিষাসুরের জায়গায় করোনাসুরের আদলে মায়ের সাবেকি মূর্তি করেছিল, যা যথেষ্ট সাড়া ফেলেছিল। এই পুজো ১৯৬৯ সালে চাঁদ দত্ত স্ট্রিটে শুরু হয়। কিন্তু অতি অল্প দিনের মধ্যেই তা এতটাই জনপ্রিয় হয়ে ওঠে, যে পুজো স্থানান্তরিত করে আনা হয় বর্তমানের এই মহম্মদ আলি পার্কে।