চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

ত্রাণ বিলির তদারকি


 

ত্রাণ বিলির তদারকি 


অতনু হাজরা, জামালপুর : ডিভিসির ছাড়া জলে ও দুদিনের বৃষ্টিতে জামালপুরে তিনটি অঞ্চল  চকদিঘি, জারগ্রাম ও জোতশ্রীরাম এ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলা ভিত্তিক বিভিন্ন মন্ত্রীকে দলীয় ভাবে দায়িত্ব দিয়েছেন বন্যা পরিস্থিতি খতিয়ে দেখে ব্যবস্থা নিতে। পূর্ব বর্ধমানে সেই দায়িত্ব পেয়েছেন মন্ত্রী অরূপ বিশ্বাস ও স্বপন দেবনাথ। তাঁরা পূর্ব বর্ধমানের বন্যাপ্লাবিত ব্লক গুলিতে ত্রান বন্টনের সিদ্ধান্ত নেন। সেই মোতাবেক জামালপুরেও তাঁরা ত্রাণ পাঠান।  জামালপুরে সেই ত্রান বিলির ব্যবস্থা করা হচ্ছে।

  জামালপুরে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মেহেমুদ খানের নেতৃত্বে সেই ত্রাণ প্যাকেট করা হচ্ছে। সেই বিষয়ে সভাপতি নিজে তদারকি করছেন। তিনি জানান মোট ২০০০ মানুষকে এই ত্রাণ তুলে দেওয়া হবে।  তারমধ্যে প্রাথমিক মঙ্গলবার অমরপুর সংলগ্ন কিছুগ্রামে  ত্রাণ পৌঁছে দেওয়া হয়েছে।