Scrooling

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

৮ টি ঠান্ডা বিশুদ্ধ পানীয় জল প্রকল্পের উদ্বোধন


 

৮ টি ঠান্ডা বিশুদ্ধ পানীয় জল প্রকল্পের উদ্বোধন 


অতনু হাজরা, জামালপুর :  বর্তমানে মানুষের একটি বড় সমস্যা পেটের রোগ। যার বেশিরভাগটাই হয় জল থেকে। তাই মানুষের কাছে বিশুদ্ধ ঠান্ডা পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষে ৮ টি ঠান্ডা বিশুদ্ধ পানীয় জল প্রকল্পের উদ্বোধন করা হলো। বৃহস্পতিবার এই প্রকল্পগুলোর উদ্বোধন করেন জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান। উপস্থিত ছিলেন বিধায়ক অলোক কুমার মাঝি, বিডিও শুভঙ্কর মজুমদার,  জামালপুর ১ পঞ্চায়েতের প্রধান ডলি নন্দী, উপ প্রধান সাহাবুদ্দিন মন্ডল ওরফে পাঞ্জাব সহ অন্যান্যরা।

 বিডিও শুভঙ্কর মজুমদার বলেন,  এম জি এন আর ই জি এস, সোশ্যাল ওয়েলফেয়ার ও পঞ্চায়েতের নিজস্ব তহবিল থেকে অর্থ নিয়ে এই প্রকল্প গুলি করা হয়েছে। পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান জানান এই পুজোর সময় পঞ্চায়েত সাধারণ মানুষের জন্য এক দারুন উপহার দিলো। তিনি আরো বলেন,  সরকার এই গুলি করে দিলো কিন্তু রক্ষণাবেক্ষণ করতে হবে এলাকার মানুষকেই। তাই  এলাকার মানুষের কাছে আবেদন রাখেন সকলে যেন নজর দেন এগুলো ভালো রাখার জন্য। বিধায়ক অলোক কুমার মাঝি বলেন, এখানকার  বেশিরভাগ মানুষই পেটের রোগে ভোগেন যার বেশিরভাগটাই জলবাহিত  রোগ। সে দিকথেকে  এই ঠান্ডা বিশুদ্ধ  পানীয় জল মানুষের কাজে লাগবে।

 তিনি বলেন এই ধরণের জলের মেশিন বা কল যা সাধারণত পৌরসভাতেই দেখতে পাওয়া যায়। সেই সুবিধা আজ জামালপুর পঞ্চায়েত সমিতি ও পঞ্চায়েতগুলো করছে তারজন্য তিনি তাদের ধন্যবাদ জানান। বর্ধমানের বিভিন্ন পঞ্চায়েত সমিতি ও পঞ্চায়েতেও এই সুবিধা ঠিক মত নেই। উপ প্রধান সাহাবুদ্দিন মন্ডল জানান, তাঁর পঞ্চায়েতের রামনাথপুর, সেলিমাবাদ, কৃষ্ণচন্দ্রপুর, বেত্রাগর এই গ্রামগুলোতে এই জলের প্রকল্প করা হয়েছে। ২০১১ সালে মুখ্যমন্ত্রী হওয়ার পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলের কাছে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেবার কথা বলেছিলেন। তাই তাঁরা এই ব্যবস্থা করছেন। আগামীতে আরো এই ধরণের প্রকল্প করা হবে বলে জানান।