Scrooling

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

পশ্চিমবঙ্গে প্রথম বর্ধমানে এসে গেল মাহিন্দ্রা'র নতুন গাড়ি এক্সইউভি ৭০০


 

পশ্চিমবঙ্গে প্রথম বর্ধমানে এসে গেল মাহিন্দ্রা'র নতুন গাড়ি এক্সইউভি ৭০০


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : পশ্চিমবঙ্গে এসে গেল মাহিন্দ্রা'র নতুন গাড়ি এক্সইউভি ৭০০ (XUV 700)। সবচেয়ে বড় কথা মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা লিমিটেড এই গাড়িটির বুকিং এর তারিখ ঘোষণা করেছে। আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই বুকিং শুরু হচ্ছে বর্ধমান থেকেই। ৭ অক্টোবর থেকে বুকিং শুরু হচ্ছে। তার আগে শহর বর্ধমানের উপকন্ঠে মেটাল ডিভিসি এলাকায় ২ নম্বর জাতীয় সড়কের ধারে সালুজা অটো রিটেল প্রাইভেট লিমিটেড মাহিন্দ্রা কোম্পানির এই গাড়ি বুকিং ও বিপণনের জন্য অনুমোদন পেয়েছে। পশ্চিমবঙ্গে এটিই প্রথম শোরুম।

 ৫ অক্টোবর বর্ধমানে এক আনন্দঘন অনুষ্ঠানে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে মাহিন্দ্রা'র নতুন গাড়ি এক্সইউভি ৭০০ এর বিপণন ব্যবস্থার উদ্বোধন ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক ভাস্কর গাঙ্গুলী, বিশিষ্ট ফুটবলার মিহির বসু, আউসগ্রাম বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভেদানন্দ থান্ডার, সালুজা অটো রিটেল প্রাইভেট লিমিটেড এর অন্যতম কর্ণধার মাহিন্দ্র সিং সালুজা সহ অন্যান্যরা। 

সালুজা অটো রিটেল প্রাইভেট লিমিটেড এর আধিকারিক সমীর চট্টরাজ-কে এই গাড়ি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, এক্সইউভি ৭০০ গাড়ি ২১ টি মডেলের এবং ৫ টি কালার রয়েছে। হোয়াইট, সিলভার, রেগে, মিডনাইট ব্ল্যাক এবং ইলেকট্রিক ব্লু‌। গাড়ির দাম ১১ লক্ষ ৯৯ হাজার টাকা থেকে ২১ লক্ষ ৬৯ হাজার টাকার মধ্যে রয়েছে। আপাতত পেট্রল ও ডিজেল দু'ধরনের গাড়ি পাওয়া যাবে। গোটা ভারত জুড়ে ৭ অক্টোবর বুকিং শুরু হচ্ছে। প্রথম ২৫ হাজার ক্রেতার জন্য ২৫ হাজার টাকা ছাড়ের অফার রেখেছে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা লিমিটেড। ৭ অক্টোবর থেকে থাকছে টেস্ট ড্রাইভের সুযোগ। গুনে মানে অন্য গাড়িকে মে টেক্কা দিতে প্রস্তুত এক্সইউভি ৭০০ সে কথা জানাতেও ভোলেননি সমীর বাবু।