চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করলেন প্রধানমন্ত্রী # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # বাংলার চিকিৎসক উজ্জ্বল পোদ্দার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের সেরার তালিকায় #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

পশ্চিমবঙ্গে প্রথম বর্ধমানে এসে গেল মাহিন্দ্রা'র নতুন গাড়ি এক্সইউভি ৭০০


 

পশ্চিমবঙ্গে প্রথম বর্ধমানে এসে গেল মাহিন্দ্রা'র নতুন গাড়ি এক্সইউভি ৭০০


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : পশ্চিমবঙ্গে এসে গেল মাহিন্দ্রা'র নতুন গাড়ি এক্সইউভি ৭০০ (XUV 700)। সবচেয়ে বড় কথা মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা লিমিটেড এই গাড়িটির বুকিং এর তারিখ ঘোষণা করেছে। আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই বুকিং শুরু হচ্ছে বর্ধমান থেকেই। ৭ অক্টোবর থেকে বুকিং শুরু হচ্ছে। তার আগে শহর বর্ধমানের উপকন্ঠে মেটাল ডিভিসি এলাকায় ২ নম্বর জাতীয় সড়কের ধারে সালুজা অটো রিটেল প্রাইভেট লিমিটেড মাহিন্দ্রা কোম্পানির এই গাড়ি বুকিং ও বিপণনের জন্য অনুমোদন পেয়েছে। পশ্চিমবঙ্গে এটিই প্রথম শোরুম।

 ৫ অক্টোবর বর্ধমানে এক আনন্দঘন অনুষ্ঠানে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে মাহিন্দ্রা'র নতুন গাড়ি এক্সইউভি ৭০০ এর বিপণন ব্যবস্থার উদ্বোধন ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক ভাস্কর গাঙ্গুলী, বিশিষ্ট ফুটবলার মিহির বসু, আউসগ্রাম বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভেদানন্দ থান্ডার, সালুজা অটো রিটেল প্রাইভেট লিমিটেড এর অন্যতম কর্ণধার মাহিন্দ্র সিং সালুজা সহ অন্যান্যরা। 

সালুজা অটো রিটেল প্রাইভেট লিমিটেড এর আধিকারিক সমীর চট্টরাজ-কে এই গাড়ি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, এক্সইউভি ৭০০ গাড়ি ২১ টি মডেলের এবং ৫ টি কালার রয়েছে। হোয়াইট, সিলভার, রেগে, মিডনাইট ব্ল্যাক এবং ইলেকট্রিক ব্লু‌। গাড়ির দাম ১১ লক্ষ ৯৯ হাজার টাকা থেকে ২১ লক্ষ ৬৯ হাজার টাকার মধ্যে রয়েছে। আপাতত পেট্রল ও ডিজেল দু'ধরনের গাড়ি পাওয়া যাবে। গোটা ভারত জুড়ে ৭ অক্টোবর বুকিং শুরু হচ্ছে। প্রথম ২৫ হাজার ক্রেতার জন্য ২৫ হাজার টাকা ছাড়ের অফার রেখেছে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা লিমিটেড। ৭ অক্টোবর থেকে থাকছে টেস্ট ড্রাইভের সুযোগ। গুনে মানে অন্য গাড়িকে মে টেক্কা দিতে প্রস্তুত এক্সইউভি ৭০০ সে কথা জানাতেও ভোলেননি সমীর বাবু।

Post a Comment

0 Comments