চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করলেন প্রধানমন্ত্রী # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # বাংলার চিকিৎসক উজ্জ্বল পোদ্দার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের সেরার তালিকায় #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

জামালপুর মহাশ্মশানে শবদেহ রাখার জন্য গৃহের উদ্বোধন


 

জামালপুর মহাশ্মশানে শবদেহ রাখার জন্য গৃহের উদ্বোধন 


অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমানের জামালপুরে  চারাবাগান এলাকায় রয়েছে একটি মহাশ্মশান। স্থানীয় লোকজন ছাড়াও বাইরে থেকে বহু মরদেহ সৎকারের জন্য এখানে আসে। এই মহাশ্মশানের সৌন্দর্যায়নের কাজ শুরু করেছে জামালপুরে পঞ্চায়েত সমিতি, ধাপে ধাপে চলছে কাজ। প্রথমেই শ্মশানটি বাউন্ডারি ওয়াল দিয়ে ঘিরে ফেলা হয়। একসঙ্গে একাধিক মৃতদেহ চলে এলে যাতে কোনও অসুবিধা না হয় সেই জন্য মৃতদেহ রাখার জন্য একটি অত্যাধুনিক সুসজ্জিত গৃহের উদ্বোধন করা হলো বুধবার।

 উদ্বোধন করেন পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান, বিডিও শুভঙ্কর মজুমদার ও জামালপুর ১ পঞ্চায়েতের উপ প্রধান সাহাবুদ্দিন মন্ডল। বিডিও শুভঙ্কর মজুমদার বলেন, চতুর্দশ অর্থ কমিশনের থেকে অর্থ নিয়ে  এই গৃহ নির্মাণ করা হয়েছে। মেহেমুদ খান জানান, ধাপে ধাপে পুরো শ্মশানটির সৌন্দর্যায়নের কাজ করা হবে। আগামীতে এই শ্মশানটিকূ মডেল মহাশ্মশান হিসাবে গড়ে তোলা হবে।


Post a Comment

0 Comments