Scrooling

উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

জামালপুর মহাশ্মশানে শবদেহ রাখার জন্য গৃহের উদ্বোধন


 

জামালপুর মহাশ্মশানে শবদেহ রাখার জন্য গৃহের উদ্বোধন 


অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমানের জামালপুরে  চারাবাগান এলাকায় রয়েছে একটি মহাশ্মশান। স্থানীয় লোকজন ছাড়াও বাইরে থেকে বহু মরদেহ সৎকারের জন্য এখানে আসে। এই মহাশ্মশানের সৌন্দর্যায়নের কাজ শুরু করেছে জামালপুরে পঞ্চায়েত সমিতি, ধাপে ধাপে চলছে কাজ। প্রথমেই শ্মশানটি বাউন্ডারি ওয়াল দিয়ে ঘিরে ফেলা হয়। একসঙ্গে একাধিক মৃতদেহ চলে এলে যাতে কোনও অসুবিধা না হয় সেই জন্য মৃতদেহ রাখার জন্য একটি অত্যাধুনিক সুসজ্জিত গৃহের উদ্বোধন করা হলো বুধবার।

 উদ্বোধন করেন পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান, বিডিও শুভঙ্কর মজুমদার ও জামালপুর ১ পঞ্চায়েতের উপ প্রধান সাহাবুদ্দিন মন্ডল। বিডিও শুভঙ্কর মজুমদার বলেন, চতুর্দশ অর্থ কমিশনের থেকে অর্থ নিয়ে  এই গৃহ নির্মাণ করা হয়েছে। মেহেমুদ খান জানান, ধাপে ধাপে পুরো শ্মশানটির সৌন্দর্যায়নের কাজ করা হবে। আগামীতে এই শ্মশানটিকূ মডেল মহাশ্মশান হিসাবে গড়ে তোলা হবে।