পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মেমারি থানার ৩ টি পুজো পুরস্কৃত
সেখ সামসুদ্দিন, মেমারি : পূর্ব বর্ধমানে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মেমারি থানার পুজো পরিক্রমায় সার্বিক বিচারে তিনটি পুজো কমিটিকে পুরস্কৃত করা হয়েছে। এবারে মেমারি থানা এলাকার ৪৯৭ টি পুজোর মধ্যে মেমারি থানার সার্বিক বিচারে বাগিলা সার্ব্বজনীন দুর্গাপুজো প্রথম, সারদাপল্লী অরবিন্দপল্লী সার্ব্বজনীন দুর্গাপুজো দ্বিতীয় এবং হাসপাতাল মোড়ে কুন্ডু পরিবারের পুজো তৃতীয় স্থান অর্জন করে। শুক্রবার সন্ধ্যায় মেমারি থানার অফিসার বুদ্ধদেব ঘোষ, সুদীপ সিং, পুলিশকর্মী হিল্লোল সহ অন্যান্যরা প্রতিটি পুজো কমিটির হাতে স্মারক তুলে দেন। বাগিলা সার্ব্বজনীন দুর্গাপুজো কমিটির পক্ষ হতে অন্যতম উদ্যোগী প্রলয় পাল মেমারি থানার পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান।