Scrooling

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

নিরাপত্তা রক্ষীকে কুপিয়ে খুন


 

নিরাপত্তা রক্ষীকে কুপিয়ে খুন



কাজল মিত্র, রাণীগঞ্জ : ইসিএলের এক নিরাপত্তা রক্ষী খুন হওয়ার ঘটনায় ব্যাপক আলোড়ন ছড়িয়েছে।  জানা গেছে কুনুস্তরিয়া এরিয়ার বাশড়া রেলওয়ে সাইডিংয়ের ৩১ বছরের এক নিরাপত্তা রক্ষীর ক্ষত বিক্ষত মৃতদেহ উদ্ধার হয় মঙ্গলবার সকালে। আর এঘটনাকে ঘিরে ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সূত্রের খবর মৃত ওই নিরাপত্তারক্ষীর নাম মনোজ চৌহান।তার বাড়ি অন্ডাল থানার জামবাদ বেনিয়াডি বলে জানা গেছে।

 এদিকে এদিন মৃত নিরাপত্তা রক্ষীর পরিবারের সদস্যদের অভিযোগ কয়লা চুরিতে বাধা দেওয়ায় তাকে কুপিয়ে খুন করা হয়েছে। এদিন সকাল পৌনে ৭টা নাগাদ অন্যান্য  নিরাপত্তারক্ষীরা মনোজকে ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে থাকতে দেখে ইসিএল প্লান্টের মধ্যে। পরে তারা ম্যানেজমেন্টকে খবর দিলে তারা ওই নিরাপত্তারক্ষীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার খবর শুনে ঘটনাস্থলে আসে জামুড়িয়ার বিধায়ক হরে রাম সিং। 

ঘটনার তদন্তে নেমেছে রানিগঞ্জ থানার পুলিশ।আর এই খুন নিয়েই এদিন বিধায়ক হরেরাম সিং বলেন এমন নৃশংস ঘটনা আগে এই এলাকায় ঘটেনি। পাশাপাশি তিনি বলেন ইসিএল কর্তৃপক্ষের সঙ্গে আমার কথা হয়েছে মৃত ওই ব্যক্তির পরিবার কোম্পানির সব সুযোগ সুবিধা পাবে।