মাস্ক না পরার দায়ে গ্রেপ্তার ২১, নাইট কার্ফু অমান্য করায় গ্রেপ্তার ৪২
ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : সাবধান। মাস্ক পরুন। তা নাহলেই কেস খাবেন। জরুরি কাজ না থাকলে রাত এগারোটার পর কেউই বাড়ির বাইরে রাস্তায় বেরোবেন না। পুজোর ছুটি শেষ হতেই সরকারি নির্দেশ মোতাবেক নাইট কারফিউ নিয়ে পুলিশ রীতিমতো কঠোরভাবে ধরপাকড় শুরু করেছে।
নাইট কার্ফু অমান্য করার দায়ে গত রাতেই বর্ধমান থানার পুলিশ ৪২ জনকে গ্রেপ্তার করেছে। এছাড়া মাস্ক না পরার দায়ে গতকাল পশ্চিমবঙ্গ সরকারের বিপর্যয় মোকাবিলা আইনের আওতায় পুলিশ ২১ জন কে গ্রেপ্তার করেছে। তাই সকলেই মাস্ক পরুন। নাইট কারফিউ মেনে চলুন।