Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বন্যা পরিস্থিতি উদ্বেগজনক, পরিদর্শনে জেলা শাসক ও বিধায়ক


 

বন্যা পরিস্থিতি উদ্বেগজনক, পরিদর্শনে জেলা শাসক ও বিধায়ক 


রাধামাধব মণ্ডল, সংবাদ প্রভাতী
আউশগ্রাম, ১ অক্টোবর ২০২১


পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম ২  ব্লকের রামনগর অঞ্চলের বেশ কয়েকটি গ্রাম অজয়ের জলে ভাসছে। রামনগরের দেকুড়ি, পল্লীশ্রী, কুড়ুল, গোপালপুর কলোনির বিস্তৃর্ণ গ্রাম প্লাবিত। বৃহস্পতিবার রাতেই এলাকা পরিদর্শন করেছেন বিডিও আউশগ্রাম ২ এর সঙ্গে এসডিও সদর উত্তর। পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে রাতেই রামনগরের জলমগ্ন এলাকা থেকে স্পীড বোট নামিয়ে দুর্গত  মানুষ গুলোকে সরিয়ে আনা হয় ছোড়া কলোনির এমএসকে ও নওপাড়ার প্রাথমিক বিদ্যালয়ে। রামনগরের প্রধান সুকুমার আঁকুড়ে সহ এলাকার তৃণমূল কংগ্রেসের নেতা আসগর সেখ, অর্ঘ্য বিশ্বাস, দেবদাস সরকাররা সারারাত ছিলেন অজয়ের বাঁধে। পল্লীশ্রী, কুড়ুল গ্রামের ৭০ টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। নষ্ট হয়েছে প্রচুর জমির ধান। ভেসে গিয়েছে ব্যবসায়ীদের ১০ টি নৌকা। রামনগরের প্রধান জানান, কয়েকটি ছাগল ও ৮ টি গরু ভেসে গেছে। বৃহস্পতিবার রাত থেকেই আউশগ্রাম ১ নং ব্লকের উক্তা পিচকুরির ফতেপুর গ্রাম, অজয়ের বন্যায় জলমগ্ন হয়ে পড়ে। তাদের দুর্যোগ মোকাবিলার বিশেষ টিম এসে উদ্ধার করে আনে। 

সারারাত অজয়ের জল বাড়লে শুক্রবার সকাল ৭ টা ২০ তে আউশগ্রাম ২ এর ভেদিয়ার সাঁতলার অজয়বাঁধ ভেঙে প্লাবিত হয় বিস্তৃর্ণ এলাকা। আউশগ্রামের ভেদিয়ার কিছু অংশের সঙ্গে সাঁতলা, আওগ্রাম, সুন্দলপুর, ভিটি, বৈকুণ্ঠপুর জলমগ্ন হয়ে পড়ে। ৪০ টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু মানুষকে সরিয়ে এনেছে ভেদিয়া গ্রাম পঞ্চায়েত ও ব্লক প্রশাসন। খোলা হয়েছে ত্রাণ শিবির। দুর্গতদের উদ্ধারের জন্য স্পীড বোট এবং টিম কাজ করছে। শুক্রবারের আউশগ্রামের  বন্যা পরিস্থিতির অবনতি হলে এলাকায় আসেন পূর্ব বর্ধমানের জেলা শাসক  প্রিয়াংকা সিংলা। তিনি বলেন, 'কোনো ভয় নেই। প্রশাসন ও সরকার মানুষের পাশে আছে। আমরা মানুষদের সরিয়ে নিয়ে এসেছি। জল নামলে বাঁধ সারানো হবে।  আউশগ্রামের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে এলাকায় যান আউশগ্রামের বিধায়ক অভেদানন্দ থান্দার।  তিনি বলেন, "পঞ্চায়েত গুলো রাত জেগে কাজ করেছে। কোনো রকম অসুবিধা হবে না। ত্রিপল, শুখনো খাবার দেওয়া হয়েছে। আমরা নজর রাখছি। জল কমলে বাঁধ বাঁধানো হবে। দুই আউশগ্রামই ক্ষতিগ্রস্ত। ঘরবাড়ির সঙ্গে মাঠের ক্ষতি হবে বেশি।"

এখনও উদ্বেগে রেখেছে অজয়। নতুন করে জল ছাড়ায় প্লাবিত আউশগ্রামের বিভিন্ন এলাকা। আউশগ্রাম ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি সৈয়দ হায়দার আলী সহ অন্যান্য সদস্যদের সঙ্গে পঞ্চায়েতের প্রধান, উপপ্রধানও সদস্যরাও নেমেছেন মানুষের কাজে।