পুজোর আবহে ২৫ লক্ষ টাকার গয়না হাতিয়ে বেপাত্তা ডাকাত দল
কাজল মিত্র, বারাবনি : দুর্গাপুজোর প্রসাদ খেতে গিয়ে সর্বশান্ত হলো পরিবার। বারাবনি ব্লকের অন্তর্গত ভসকা জুড়ী গ্রামের ঘটনা। আজ দুর্গাপুজোর প্রসাদ খেতে গিয়ে ডাকাতি হয়ে গেল। ঘরের মধ্যে কেউ ছিলনা, সেই সুযোগেই ডাকাতরা দুপুর তিনটে থেকে সাড়ে তিনটের মধ্যে বাড়ির ভেতরে ঢুকে দু'দুটো আলমারি ভেঙ্গে ২৫ লাখ টাকার সোনার গয়না আর কুড়ি হাজার টাকা নগদ নিয়ে চম্পট দেয়।
স্থানীয় মানুষ তাদেরকে দেখেও ঠিকমত বুঝতে পারেনি এবং তারা মোটরসাইকেল নিয়ে এসেছিল। এলাকার অলক ব্যানার্জির বাড়িতে ডাকাতি হয়েছে, এই খবর ছড়িয়ে পড়তেই ভোসখাজুড়ী দুর্গামন্দিরে স্থানীয় মহিলা পুরুষের ভিড় কমতে শুরু করে। স্থানীয় মানুষরা আতঙ্কে আতঙ্কে রয়েছেন।