Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

পুজোর আবহে ২৫ লক্ষ টাকার গয়না হাতিয়ে বেপাত্তা ডাকাত দল

 


পুজোর আবহে ২৫ লক্ষ টাকার গয়না হাতিয়ে বেপাত্তা ডাকাত দল 


কাজল মিত্র, বারাবনি : দুর্গাপুজোর প্রসাদ খেতে গিয়ে সর্বশান্ত হলো পরিবার। বারাবনি ব্লকের অন্তর্গত ভসকা জুড়ী গ্রামের ঘটনা। আজ দুর্গাপুজোর প্রসাদ খেতে গিয়ে ডাকাতি হয়ে গেল। ঘরের মধ্যে কেউ ছিলনা,  সেই সুযোগেই ডাকাতরা দুপুর তিনটে থেকে সাড়ে তিনটের মধ্যে বাড়ির ভেতরে ঢুকে দু'দুটো আলমারি ভেঙ্গে ২৫ লাখ টাকার সোনার গয়না আর কুড়ি হাজার টাকা নগদ নিয়ে চম্পট দেয়।

 স্থানীয় মানুষ তাদেরকে দেখেও ঠিকমত বুঝতে পারেনি এবং তারা মোটরসাইকেল নিয়ে এসেছিল। এলাকার অলক ব্যানার্জির বাড়িতে ডাকাতি হয়েছে, এই খবর ছড়িয়ে পড়তেই ভোসখাজুড়ী দুর্গামন্দিরে স্থানীয় মহিলা পুরুষের ভিড় কমতে শুরু করে। স্থানীয় মানুষরা আতঙ্কে আতঙ্কে রয়েছেন।