Scrooling

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বাংলাদেশ কান্ড : প্রতিবাদে মশাল মিছিল, উপস্থিত শুভেন্দু অধিকারী


 

বাংলাদেশ কান্ড : প্রতিবাদে মশাল মিছিল, উপস্থিত শুভেন্দু অধিকারী 


কাজল মিত্র, আসানসোল : বাংলাদেশের কান্ডের প্রতিবাদে আসানসোলের বিএনআর মোড়ে মশাল মিছিল করলো বিজেপি। মঙ্গলবার সন্ধ্যায় এই মিছিল করা হয়েছে। এদিনের মশাল মিছিলে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল, কুলটির বিজেপি বিধায়ক ডঃ অজয় পোদ্দার, আসানসোলের প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি সহ অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন। এদিন শুভেন্দু অধিকারী মশাল হাতে নিয়ে মিছিলে অংশগ্রহণ করেন। এই মশাল মিছিল বিএনআর মোড় থেকে শুরু হয়ে ভগৎ সিং মোড়ে গিয়ে শেষ হয়। এই মশাল মিছিলের মাধ্যমে বাংলাদেশের ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়। 

মশাল মিছিলে অংশ নিয়ে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেন,  "বাংলাদেশে দুর্গা পূজার সময় যেভাবে ৫০ টির বেশি পুজো মন্ডপ ভাঙ্গা হয়েছে, ইসকনের মন্দিরে ভাঙচুর ও সাতজন আহত ও নয়জন  ভক্ত শহীদ হয়েছে। তাই আজ শহীদ ভগৎ সিং এর পাদদেশে অগ্নিকে সাক্ষী রেখে তাদের উদ্দেশ্যে তর্পণ করলাম এবং তাদের আত্মার শান্তি প্রার্থনা করলাম। প্রার্থনা করি যাতে বাংলাদেশ এর হিন্দু সনাতনিরা শান্তিতে থাকে এবং কারো চোখের জল না পড়ে। সাথে সাথে এই বর্বরচিত ঘটনার শেষ দেখতে চাই এবং বাংলাদেশের সরকারকে অবিলম্বে দোষীদের চিহ্নিত করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। নইলে আমাদের হিন্দু সমাজ শুধু পশ্চিমবঙ্গ নয় গোটা পৃথিবীর যেখানে হিন্দুরা আছে সকলে ঐক্যবদ্ধ ভাবে লড়ব। এই মৌলবাদী সমাজ এটা শুধুমাত্র করছে হিন্দু জন জাতিকে শেষ করার জন্যে। ১৯৭১ সালে দেশ ভাগের সময় হিন্দু জনগোষ্ঠী ২২ শতাংশ ছিল সেখানে ২০১১ সালের জনগণনা অনুযায়ী সেখানে হিন্দুদের জনসংখ্যা ৮.২ শতাংশ এসে দাঁড়িয়েছে। সেখানে মৌলবাদীরা হিন্দু জনজাতি গোষ্ঠীকে অবলুপ্ত ঘটাতে চায় তাই হিন্দুদের একমাত্র মাদারল্যান্ড যা স্বামী বিবেকাননন্দের আলোতে উদ্ভাসিত যা আমরা ভারতবর্ষের পক্ষ থেকে  বাংলাদেশ এর সনাতনীদের পাশে থাকার অঙ্গীকার করছি। এবং তাদের উপর থেকে অত্যাচার না কমলে যে ভারত থেকে ফারাক্কার জল না গেলে তাদের জল জোটেনা সেসব বন্ধ হয়ে যাবে। এতে আমাদের যতদূর যেতে হয় আমরা যাব"।

এদিন এই মিছিলে শিবরাম বর্মন , লক্ষণ ঘরুই, অরিজিৎ রায়, অভিজিৎ আচার্য্য, বাপ্পা চাটার্জি, টিঙ্কু বার্মা, সুধা দেবী, আশা শর্মা সহ অনেকেই উপস্থিত ছিলেন।