Scrooling

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বিজেপি'র রাজ্য সভাপতির সভার আগেই প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্বে ভাঙচুর


 

বিজেপি'র রাজ্য সভাপতির সভার আগেই প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্বে ভাঙচুর 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : সাংগঠনিক সভার আগেই বিজেপির দুই গোষ্ঠীর মারামারিতে উত্তপ্ত কাটোয়ার দাঁইহাট। শুক্রবার বিজেপির সাংগঠনিক বৈঠক ছিল পূর্ব বর্ধমান জেলার দাঁইহাটে । সেই বৈঠকে যোগ দেওয়ার কথা ছিল বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষের। সেইমতো বৃহস্পতিবার থেকেই শুরু হয়েছিল প্রস্তুতি। কিন্তু শুক্রবার বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে বচসা থেকে মারামারি শুরু হয়। এক গোষ্ঠী অন্য গোষ্ঠীর দিকে চেয়ার ছুঁড়তে শুরু করে। ভাঙচুর করা হয় সভার মঞ্চ। এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ঘটনার পর বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, 'প্রথম কথা হল বিজেপির পতাকা নিয়ে কেউ বিজেপির অনুষ্ঠানে ভাঙচুর করতে পারে না। যারা করেছে তারা বিজেপি কর্মী নয়। যদি হয়েও থাকে ভবিষ্যতে থাকবেন না। আমার মনে হয় তৃণমূল কংগ্রেসের ইন্ধন আছে এই ঘটনার পিছনে। যদি দেখা যায় তারা পার্টির কোনো কর্মীবা পার্টির কোনো নেতৃত্বে আছে তবে পার্টি দরকার পড়লে তাদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি এ্যাকশন নেবে। তবে আমার বিশ্বাস তারা বিজেপির কেউ নয়'।