Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বিজেপি'র রাজ্য সভাপতির সভার আগেই প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্বে ভাঙচুর


 

বিজেপি'র রাজ্য সভাপতির সভার আগেই প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্বে ভাঙচুর 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : সাংগঠনিক সভার আগেই বিজেপির দুই গোষ্ঠীর মারামারিতে উত্তপ্ত কাটোয়ার দাঁইহাট। শুক্রবার বিজেপির সাংগঠনিক বৈঠক ছিল পূর্ব বর্ধমান জেলার দাঁইহাটে । সেই বৈঠকে যোগ দেওয়ার কথা ছিল বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষের। সেইমতো বৃহস্পতিবার থেকেই শুরু হয়েছিল প্রস্তুতি। কিন্তু শুক্রবার বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে বচসা থেকে মারামারি শুরু হয়। এক গোষ্ঠী অন্য গোষ্ঠীর দিকে চেয়ার ছুঁড়তে শুরু করে। ভাঙচুর করা হয় সভার মঞ্চ। এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ঘটনার পর বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, 'প্রথম কথা হল বিজেপির পতাকা নিয়ে কেউ বিজেপির অনুষ্ঠানে ভাঙচুর করতে পারে না। যারা করেছে তারা বিজেপি কর্মী নয়। যদি হয়েও থাকে ভবিষ্যতে থাকবেন না। আমার মনে হয় তৃণমূল কংগ্রেসের ইন্ধন আছে এই ঘটনার পিছনে। যদি দেখা যায় তারা পার্টির কোনো কর্মীবা পার্টির কোনো নেতৃত্বে আছে তবে পার্টি দরকার পড়লে তাদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি এ্যাকশন নেবে। তবে আমার বিশ্বাস তারা বিজেপির কেউ নয়'।