ভারতের স্বাধীনতা আন্দোলনে প্রথম মহিলা শহীদ প্রীতিলতা'র আবক্ষ মূর্তি বসলো বর্ধমানে
ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : নারী মুক্তি সংগ্রামের আলোকবর্তিকা প্রীতিলতা ওয়াদ্দেদারের আবক্ষ মূর্তি বসলো শহর বর্ধমানে। ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রথম মহিলা শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদার এর প্রতি শ্রদ্ধা জানাতে তার আবক্ষ মূর্তি বসানোর ব্যবস্থা করলো বর্ধমান পৌরসভার বর্তমান প্রশাসক মন্ডলী। ৯ অক্টোবর শহর বর্ধমানের রাধানগর পাড়ায় নারী স্বাধীনতার প্রতীক শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদারের আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করেন পূর্ব বর্ধমানের জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান পৌরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান প্রণব চট্টোপাধ্যায় প্রশাসক মন্ডলীর ভাইস-চেয়ারম্যান আইনুল হক আলপনা হালদার এবং প্রশাসক মন্ডলীর সদস্য ডাঃ শঙ্খ শুভ্র ঘোষ ও উমা সাঁই এবং বিশিষ্ট জনেরা।