কোভিড যোদ্ধা ক্লাব হিসেবে সম্মানিত

চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করলেন প্রধানমন্ত্রী # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান ওআরএসের জনক দিলীপ মহালনবিশকে #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

কোভিড যোদ্ধা ক্লাব হিসেবে সম্মানিত


 

কোভিড যোদ্ধা ক্লাব হিসেবে সম্মানিত 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : কোভিড অতিমারি পরিস্থিতিতে বিভিন্ন ক্লাব ও স্বেচ্ছাসেবী সংগঠন সাধারণ মানুষের জন্য বহু কাজ করেছে। তাদের মধ্যে কেউ কেউ সেবার অঙ্গনে বিশেষ সাক্ষর রাখতে সক্ষম হয়েছে। এমনই একটি সংস্থা 'বড়শুল কিশোর সংঘ'। মঙ্গলবার বড়শুলের "চেতনা" সমাজ সেবী সংস্থার পক্ষ থেকে বড়শুল উৎসব মঞ্চে চেতনার বর্ষ পূর্তি অনুষ্ঠানে বড়শুল কিশোর সংঘকে "করোনা যোদ্ধা ক্লাব" এর সম্মানে সম্মানিত করা হলো।

 চেতনার পক্ষ থেকে কিশোর সংঘকে সম্মানিত করছেন অনুষ্ঠানের প্রধান অতিথি বর্ধমান ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি  অরুণ গোলদার । সংঘের পক্ষ থেকে সম্মাননা গ্রহন করেছেন সংঘের কার্যকরী কমিটির সম্পাদক পার্থ ঘোষ ও মহিলা কমিটির সম্পাদিকা সঙ্গীতা মন্ডল। উপস্থিত ছিলেন বড়শুল ২ নং গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান রমেশ চন্দ্র সরকার  সহ অন্যান্য সম্মানীয় অতিথিবৃন্দ।


Post a Comment

0 Comments