Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

জগদ্ গুরু লোকনাথ সঙ্ঘের বস্ত্র বিতরণ


 

জগদ্ গুরু লোকনাথ সঙ্ঘের বস্ত্র বিতরণ


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : প্রতিবছরের মতো এবছরও দুর্গাপুজোর প্রাককালীন সময়ে শহর বর্ধমানের খোসবাগানস্থিত জগদ্ গুরু লোকনাথ সঙ্ঘ (ট্রাস্ট) এর পক্ষ থেকে বর্ধমান এবং তৎসংলগ্ন এলাকায় দুঃস্থ শিশু, বৃদ্ধা ও অশক্ত মহিলাদের বিনামূল্যে নতুন জামা কাপড় প্রদান করা হয়।

তিনটি পর্যায়ে এই বস্ত্র বিতরন কর্মসুচী চলে। ৮ অক্টোবর বর্ধমান সদরঘাট সংলগ্ন এলাকায় দুঃস্থ শিশুদের মধ্যে ১৫৪ টি নতুন জামা-প্যান্ট ও মেয়েদের ফ্রক প্রদান করা হয়েছে। ১০ অক্টোবর বর্ধমান রেল স্টেশন এবং তৎসংলগ্ন এলাকায় দুঃস্থ শিশুদের মধ্যে ১১৬ টি নতুন জামা প্যান্ট ও ফ্রক প্রদান করা হয়েছে।

বর্ধমানের জগদ্ গুরু লোকনাথ সঙ্ঘ (ট্রাস্ট) এর অধ্যক্ষা তন্দ্রা রায় জানান, এই দুটি কর্মসূচি ছাড়াও ৮ অক্টোবর থেকে ১১ অক্টোবর বর্ধমানের শ্রী শ্রী লোকনাথ আশ্রম গৃহ ও শহরাঞ্চলে ২৪ টি নতুন জামা ও শাড়ি প্রদান করা হয়। সব মিলিয়ে দুর্গোৎসবের প্রাক সময়ে বর্ধমানের জগদ্ গুরু লোকনাথ সঙ্ঘ (ট্রাস্ট) এর পক্ষ থেকে মোট ২৯৪ জনের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়েছে। তিনি আরো জানান, আশ্রমে আধ্যাত্মিক সাধনার পাশাপাশি সেবামূলক কাজগুলো বিগত দিনের মতোই পালন করার চেষ্টা চলছে। লোকনাথ বাবার ইচ্ছা ও ভক্তবৃন্দের সক্রিয় সহযোগিতা থাকলে সেবামূলক কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।