Scrooling

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

শারদ সম্মান : ১৬ টি পুজো কমিটির নাম ঘোষণা


 

শারদ সম্মান : ১৬ টি পুজো কমিটির নাম ঘোষণা 


অতনু হাজরা, জামালপুর :  পূর্ব বর্ধমানের জামালপুরে পুজো কমিটিগুলির সঙ্গে প্রশাসনিক মিটিং করার সময় জামালপুর ব্লক প্রশাসনের পক্ষ থেকে পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান ঘোষণা করেছিলেন এবারের পুজোয় ২৪৩ টি বারোয়ারী ,ক্লাব ও পুজোকমিটি গুলির মধ্যে পরিবেশ, প্রতিমা, মণ্ডপসজ্জা ও আলোক সজ্জার উপর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে বিশেষ ভাবে পুরস্কৃত করা হবে। সেই মোতাবেক আজ দশমীর দিনে জামালপুরে ব্লক অফিস থেকে যুগ্ম সমষ্টি উন্নয়ন অধিকারিক গৌতম কুমার দত্তকে  সঙ্গে নিয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান সেই চারটি বিভাগের উপর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী মোট ১৬ টি পুজো কমিটির নাম ঘোষণা করলেন। পরিবেশ  ভাবনায় প্রথম নেতাজি অ্যাথলেটিক ক্লাব, জারগ্রাম বামুনপাড়া দ্বিতীয় ও যুগ্মভাবে তৃতীয়  হয়েছে বিষ্ণুবাটি মহিলা সংঘ ও চকদিঘী মিলন সংঘ। প্রতিমায় প্রথম কাঠুরিয়া পাড়া বারোয়ারী। কালারাঘাট ব্যবসায়ী সমিতি ও জৌগ্রাম প্রভাত সংঘ যুগ্মভাবে দ্বিতীয় ও বাদপুর নেতাজি সংঘ তৃতীয় স্থান পায়। আলোকসজ্জায় প্রথম স্থান লাভ করে হালারা সার্বজনীন , যুগ্মভাবে দ্বিতীয় হয় জামালপুর গঞ্জবারোয়ারী ও কিশলয় সমিতি এবং চৌবেরিয়া বাজার কমিটি তৃতীয় হয়। মণ্ডপ সজ্জায় যুগ্ম ভাবে প্রথম হয়েছে জৌগ্রাম কলুপুকুর সার্বজনীন ও কালারাঘাট ব্যবসায়ী সমিতি, দ্বিতীয় স্থান পেয়েছে কাঁসারা বারোয়ারী ও তৃতীয় স্থান লাভ করেছে মসাগ্রাম স্টেশন বাজার বারোয়ারী। মেহেমুদ খান ও গৌতম বাবু জানান সঠিক সময়ে এঁদের খবর দেওয়া হবে। বিজয়া সম্মেলনী অনুষ্ঠানের মধ্য দিয়ে তাঁদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। শুধু তাই নয় ২৪৩ টি পুজো কমিটিকেই ডাকা হবে ওই অনুষ্ঠানে সকলকেই একটি করে শংসাপত্র দেওয়া হবে।