Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

শারদ সম্মান : ১৬ টি পুজো কমিটির নাম ঘোষণা


 

শারদ সম্মান : ১৬ টি পুজো কমিটির নাম ঘোষণা 


অতনু হাজরা, জামালপুর :  পূর্ব বর্ধমানের জামালপুরে পুজো কমিটিগুলির সঙ্গে প্রশাসনিক মিটিং করার সময় জামালপুর ব্লক প্রশাসনের পক্ষ থেকে পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান ঘোষণা করেছিলেন এবারের পুজোয় ২৪৩ টি বারোয়ারী ,ক্লাব ও পুজোকমিটি গুলির মধ্যে পরিবেশ, প্রতিমা, মণ্ডপসজ্জা ও আলোক সজ্জার উপর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে বিশেষ ভাবে পুরস্কৃত করা হবে। সেই মোতাবেক আজ দশমীর দিনে জামালপুরে ব্লক অফিস থেকে যুগ্ম সমষ্টি উন্নয়ন অধিকারিক গৌতম কুমার দত্তকে  সঙ্গে নিয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান সেই চারটি বিভাগের উপর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী মোট ১৬ টি পুজো কমিটির নাম ঘোষণা করলেন। পরিবেশ  ভাবনায় প্রথম নেতাজি অ্যাথলেটিক ক্লাব, জারগ্রাম বামুনপাড়া দ্বিতীয় ও যুগ্মভাবে তৃতীয়  হয়েছে বিষ্ণুবাটি মহিলা সংঘ ও চকদিঘী মিলন সংঘ। প্রতিমায় প্রথম কাঠুরিয়া পাড়া বারোয়ারী। কালারাঘাট ব্যবসায়ী সমিতি ও জৌগ্রাম প্রভাত সংঘ যুগ্মভাবে দ্বিতীয় ও বাদপুর নেতাজি সংঘ তৃতীয় স্থান পায়। আলোকসজ্জায় প্রথম স্থান লাভ করে হালারা সার্বজনীন , যুগ্মভাবে দ্বিতীয় হয় জামালপুর গঞ্জবারোয়ারী ও কিশলয় সমিতি এবং চৌবেরিয়া বাজার কমিটি তৃতীয় হয়। মণ্ডপ সজ্জায় যুগ্ম ভাবে প্রথম হয়েছে জৌগ্রাম কলুপুকুর সার্বজনীন ও কালারাঘাট ব্যবসায়ী সমিতি, দ্বিতীয় স্থান পেয়েছে কাঁসারা বারোয়ারী ও তৃতীয় স্থান লাভ করেছে মসাগ্রাম স্টেশন বাজার বারোয়ারী। মেহেমুদ খান ও গৌতম বাবু জানান সঠিক সময়ে এঁদের খবর দেওয়া হবে। বিজয়া সম্মেলনী অনুষ্ঠানের মধ্য দিয়ে তাঁদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। শুধু তাই নয় ২৪৩ টি পুজো কমিটিকেই ডাকা হবে ওই অনুষ্ঠানে সকলকেই একটি করে শংসাপত্র দেওয়া হবে।