Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

প্রচুর আগ্নেয়াস্ত্র সহ অস্ত্র কারখানার হদিস


 

প্রচুর আগ্নেয়াস্ত্র সহ অস্ত্র কারখানার হদিস 


কাজল মিত্র, আসানসোল : পশ্চিম বর্ধমান জেলার ডিসেরগড়ে বড়সড় অস্ত্র কারখানার হদিস পেল  কুলটি থানার পুলিশ। জানাগেছে এই কারখানা থেকে প্রচুর পরিমাণ অস্ত্র এবং অস্ত্র তৈরির যন্ত্রপাতিও উদ্ধার করা হয়েছে। উল্লেখ্য গত ২৩ সেপ্টেম্বর বরাকর চেকপোস্টের কাছে নাকা তল্লাশির সময় কুলটি থেকে ধানবাদ এর দিকে বাইকে করে যাওয়া আশ মোহাম্মদ নামে এক ব্যক্তির কাছ থেকে ২৫ টি সেভেন এমএম পিস্তল এবং ৪৬ টি ম্যাগাজিন সহ পুলিশের হাতে ধরা পড়ে। এর পরেই ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করার পরেই আরো দুজনের নাম উঠে আসে যারা হল  উত্তরপ্রদেশের বাসিন্দা আনোয়ার খান ওরফে রশিদ এবং আফতাব খান। তাদের দুজন কে গ্রেপ্তার করে আনে কুলটি পুলিশ। 

এরপরে কুলটি থানা তাদের পাঁচদিনের পুলিশ হেফাজতে  নেওয়ার পর একই সঙ্গে এদের তিনজনকে বসিয়ে জিজ্ঞাসাবাদের পর চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। জানাগেছে, যে ডিসেরগড়ে একটি নির্মীয়মাণ বাড়ির নীচে  অস্ত্র কারখানা চলত। সেখান থেকে সাতটি ৭.৬২ এমএম পিস্তল কুড়িটি আনফিনিশড পিস্তল ১৪ টি ম্যাগাজিন পাঁচটি আনফিনিশড ম্যাগাজিন এবং ১৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ ।

কুলটির দায়িত্বে থাকা ওমর আলী মোল্লার নেতৃত্বে একটি দল শুক্রবার বিকেলে কুলটিতে এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান ডি সি পশ্চিম অভিষেক মুদি। তিনি বলেন এদের জিজ্ঞাসা করে জানতে পারা যাবে গত একবছরে কোথায় কোথায় তারা এইসব অস্ত্র তৈরি করে বিক্রি করেছে।