প্রচুর আগ্নেয়াস্ত্র সহ অস্ত্র কারখানার হদিস

চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করলেন প্রধানমন্ত্রী # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান ওআরএসের জনক দিলীপ মহালনবিশকে #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

প্রচুর আগ্নেয়াস্ত্র সহ অস্ত্র কারখানার হদিস


 

প্রচুর আগ্নেয়াস্ত্র সহ অস্ত্র কারখানার হদিস 


কাজল মিত্র, আসানসোল : পশ্চিম বর্ধমান জেলার ডিসেরগড়ে বড়সড় অস্ত্র কারখানার হদিস পেল  কুলটি থানার পুলিশ। জানাগেছে এই কারখানা থেকে প্রচুর পরিমাণ অস্ত্র এবং অস্ত্র তৈরির যন্ত্রপাতিও উদ্ধার করা হয়েছে। উল্লেখ্য গত ২৩ সেপ্টেম্বর বরাকর চেকপোস্টের কাছে নাকা তল্লাশির সময় কুলটি থেকে ধানবাদ এর দিকে বাইকে করে যাওয়া আশ মোহাম্মদ নামে এক ব্যক্তির কাছ থেকে ২৫ টি সেভেন এমএম পিস্তল এবং ৪৬ টি ম্যাগাজিন সহ পুলিশের হাতে ধরা পড়ে। এর পরেই ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করার পরেই আরো দুজনের নাম উঠে আসে যারা হল  উত্তরপ্রদেশের বাসিন্দা আনোয়ার খান ওরফে রশিদ এবং আফতাব খান। তাদের দুজন কে গ্রেপ্তার করে আনে কুলটি পুলিশ। 

এরপরে কুলটি থানা তাদের পাঁচদিনের পুলিশ হেফাজতে  নেওয়ার পর একই সঙ্গে এদের তিনজনকে বসিয়ে জিজ্ঞাসাবাদের পর চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। জানাগেছে, যে ডিসেরগড়ে একটি নির্মীয়মাণ বাড়ির নীচে  অস্ত্র কারখানা চলত। সেখান থেকে সাতটি ৭.৬২ এমএম পিস্তল কুড়িটি আনফিনিশড পিস্তল ১৪ টি ম্যাগাজিন পাঁচটি আনফিনিশড ম্যাগাজিন এবং ১৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ ।

কুলটির দায়িত্বে থাকা ওমর আলী মোল্লার নেতৃত্বে একটি দল শুক্রবার বিকেলে কুলটিতে এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান ডি সি পশ্চিম অভিষেক মুদি। তিনি বলেন এদের জিজ্ঞাসা করে জানতে পারা যাবে গত একবছরে কোথায় কোথায় তারা এইসব অস্ত্র তৈরি করে বিক্রি করেছে। 


Post a Comment

0 Comments