Scrooling

উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

দুলাল চন্দ্র মন্ডল এর স্মরণসভা ও মহতী রক্তদান শিবির


 

দুলাল চন্দ্র মন্ডল এর স্মরণসভা ও মহতী রক্তদান শিবির 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : নদীয়া জেলার রানাঘাট উত্তর পূর্ব বিধানসভার অন্তর্গত রঘুনাথপুর হীজুলী ২ নং গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রাণের মানুষ দয়াল মন্ডল গত ১৪  জুলাই প্রয়াত হয়েছেন। মঙ্গলবার তাঁর স্মরণসভা আয়োজন করার পাশাপাশি তার স্মৃতির উদ্দেশ্যে মহতী এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। পঞ্চায়েত এলাকার প্রতিটি গ্রামের মানুষজন একত্রিত হয়ে অনুষ্ঠানটি আয়োজন করেছিলেন।

 অনুষ্ঠানে প্রায় ৫০ জন মানুষ স্বেচ্ছায় রক্ত দিয়েছেন। স্মরণসভায় উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক সমীর কুমার পোদ্দার, তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি দেবাঞ্জন গুহ ঠাকুরতা সহ বিশিষ্ট মানুষেরা। এলাকায় আজ সারাদিন বৃষ্টি হওয়া সত্ত্বেও মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সকলেই আজ প্রয়াত দয়াল মন্ডল সম্পর্কে বিভিন্ন দিক তুলে ধরে স্মৃতিচারণা করেন।

 এলাকায় মানুষের মাথার ওপর অভিভাবক স্বরূপ ছিলেন তিনি। যিনিই কোনো দরকারে আসতেন ওনার কাছে নিরাশ হয়ে ফিরতেন না। ওনার হঠাৎ চলে যাওয়া মানতে পারছেন না কেউই। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওনার একমাত্র ছেলে দিপেন্দু মন্ডল, পুত্রবধূ অদিতি মন্ডল সহ স্ত্রী পূর্ণিমা মন্ডল। স্মরণানুষ্ঠানে সকলেই আজ কান্নায় ভেঙে পড়েন।