দুলাল চন্দ্র মন্ডল এর স্মরণসভা ও মহতী রক্তদান শিবির

চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করলেন প্রধানমন্ত্রী # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান ওআরএসের জনক দিলীপ মহালনবিশকে #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

দুলাল চন্দ্র মন্ডল এর স্মরণসভা ও মহতী রক্তদান শিবির


 

দুলাল চন্দ্র মন্ডল এর স্মরণসভা ও মহতী রক্তদান শিবির 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : নদীয়া জেলার রানাঘাট উত্তর পূর্ব বিধানসভার অন্তর্গত রঘুনাথপুর হীজুলী ২ নং গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রাণের মানুষ দয়াল মন্ডল গত ১৪  জুলাই প্রয়াত হয়েছেন। মঙ্গলবার তাঁর স্মরণসভা আয়োজন করার পাশাপাশি তার স্মৃতির উদ্দেশ্যে মহতী এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। পঞ্চায়েত এলাকার প্রতিটি গ্রামের মানুষজন একত্রিত হয়ে অনুষ্ঠানটি আয়োজন করেছিলেন।

 অনুষ্ঠানে প্রায় ৫০ জন মানুষ স্বেচ্ছায় রক্ত দিয়েছেন। স্মরণসভায় উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক সমীর কুমার পোদ্দার, তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি দেবাঞ্জন গুহ ঠাকুরতা সহ বিশিষ্ট মানুষেরা। এলাকায় আজ সারাদিন বৃষ্টি হওয়া সত্ত্বেও মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সকলেই আজ প্রয়াত দয়াল মন্ডল সম্পর্কে বিভিন্ন দিক তুলে ধরে স্মৃতিচারণা করেন।

 এলাকায় মানুষের মাথার ওপর অভিভাবক স্বরূপ ছিলেন তিনি। যিনিই কোনো দরকারে আসতেন ওনার কাছে নিরাশ হয়ে ফিরতেন না। ওনার হঠাৎ চলে যাওয়া মানতে পারছেন না কেউই। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওনার একমাত্র ছেলে দিপেন্দু মন্ডল, পুত্রবধূ অদিতি মন্ডল সহ স্ত্রী পূর্ণিমা মন্ডল। স্মরণানুষ্ঠানে সকলেই আজ কান্নায় ভেঙে পড়েন। 

Post a Comment

0 Comments