Scrooling

ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রয়াত, মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

তৃণমূল কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রস্তুতি


 

তৃণমূল কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রস্তুতি


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : তৃণমূল কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলা কমিটি খুব শীঘ্রই গঠিত হবে। সকলকে নিয়ে যোগ্যদের গুরুত্ব দিয়েই কমিটি গঠিত হবে। কোনও রকম বিশৃঙ্খলা বা গোষ্ঠীদ্বন্দ্ব বরদাস্ত করা হবে না। মঙ্গলবার বর্ধমান সংস্কৃতি লোকমঞ্চে আয়োজিত পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস কমিটির রুদ্ধদ্বার বর্ধিত কর্মীসভায় এমনটাই আলোচনা হয়েছে বলে খবর পাওয়া গেছে। এদিনের সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, সিদ্দিকুল্লাহ চৌধুরী, তৃণমূল কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলা সভাপতি তথা বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জী, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি তথা বিধায়ক শম্পা ধাড়া, সহ-সভাধিপতি দেবু টুডু, বর্ধমান পৌরসভার প্রশাসক প্রণব কুমার চ্যাটার্জী সহ তৃণমূল কংগ্রেসের জেলার নেতৃত্ব, জেলার বিভিন্ন বিধানসভার বিধায়ক, দলের ব্লক সভাপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি, পঞ্চায়েত প্রধান সহ দলের বিভিন্ন স্তরের নেতৃত্ব। 

সভায় বক্তব্য রাখতে গিয়ে নেতৃত্ব বলেছেন, তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের কর্মীরাই দলের সম্পদ। সকলকে জেলা সভাপতির নির্দেশ মেনে চলতে হবে।