নবরূপে পঞ্চায়েত সমিতির অত্যাধুনিক মিটিং হলের উদ্বোধন

চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করলেন প্রধানমন্ত্রী # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান ওআরএসের জনক দিলীপ মহালনবিশকে #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

নবরূপে পঞ্চায়েত সমিতির অত্যাধুনিক মিটিং হলের উদ্বোধন


 

নবরূপে পঞ্চায়েত সমিতির অত্যাধুনিক মিটিং হলের উদ্বোধন 


অতনু হাজরা, জামালপুর : অত্যাধুনিক ও নবরূপে সজ্জিত হলো জামালপুর পঞ্চায়েত সমিতির মিটিং হল। বুধবার শুভ উদ্বোধন উদ্বোধন করেন অতিরিক্ত জেলা শাসক (জেলা পরিষদ) কাজল কুমার রায় ও মহকুমা শাসক (বর্ধমান দক্ষিণ) কৃষ্ণেন্দু কুমার মন্ডল। উপস্থিত ছিলেন এস ডি পি ও আমিনুল ইসলাম, জামালপুরের বিধায়ক অলোক কুমার মাঝি, বিডিও শুভঙ্কর মজুমদার, পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান, সহ সভাপতি দেবু হেমব্রম, পূর্ত কর্মাধ্যক্ষ ভুতনাথ মালিক, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মিঠু মাঝি সহ পঞ্চায়েত সমিতির অন্যান্য কর্মাধ্যক্ষগণ, সদস্য- সদস্যা, বিভিন্ন পঞ্চায়েতের প্রধান, উপ প্রধান সহ ব্লকের কর্মীরা।

 অতিরিক্ত জেলা শাসক জানান, বর্তমানে কোভিড পরিস্থিতিতে সমস্ত মিটিং ভার্চুয়ালি হচ্ছে। সে দিক থেকে সেই পরিকাঠামো যুক্ত এই মিটিং হল সত্যি খুবই ভালো হয়েছে। বিডিও শুভঙ্কর মজুমদার বলেন, পঞ্চদশ অর্থ কমিশনের অৰ্থনাকূল্যে ১৪ লক্ষ ৮৬ হাজার ২৫৮ টাকা ব্যয়ে এই মিটিং হলটি পুনর্নির্মিত করা হয়েছে। এসডিপিও আমিনুল ইসলাম ও বিধায়ক অলোক কুমার মাঝি এই মিটিং হল নির্মাণের জন্য পঞ্চায়েত সমিতির সভাপতি ও বিডিও সাহেব কে ধন্যবাদ জানান।

Post a Comment

0 Comments