নবরূপে পঞ্চায়েত সমিতির অত্যাধুনিক মিটিং হলের উদ্বোধন
অতনু হাজরা, জামালপুর : অত্যাধুনিক ও নবরূপে সজ্জিত হলো জামালপুর পঞ্চায়েত সমিতির মিটিং হল। বুধবার শুভ উদ্বোধন উদ্বোধন করেন অতিরিক্ত জেলা শাসক (জেলা পরিষদ) কাজল কুমার রায় ও মহকুমা শাসক (বর্ধমান দক্ষিণ) কৃষ্ণেন্দু কুমার মন্ডল। উপস্থিত ছিলেন এস ডি পি ও আমিনুল ইসলাম, জামালপুরের বিধায়ক অলোক কুমার মাঝি, বিডিও শুভঙ্কর মজুমদার, পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান, সহ সভাপতি দেবু হেমব্রম, পূর্ত কর্মাধ্যক্ষ ভুতনাথ মালিক, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মিঠু মাঝি সহ পঞ্চায়েত সমিতির অন্যান্য কর্মাধ্যক্ষগণ, সদস্য- সদস্যা, বিভিন্ন পঞ্চায়েতের প্রধান, উপ প্রধান সহ ব্লকের কর্মীরা।
অতিরিক্ত জেলা শাসক জানান, বর্তমানে কোভিড পরিস্থিতিতে সমস্ত মিটিং ভার্চুয়ালি হচ্ছে। সে দিক থেকে সেই পরিকাঠামো যুক্ত এই মিটিং হল সত্যি খুবই ভালো হয়েছে। বিডিও শুভঙ্কর মজুমদার বলেন, পঞ্চদশ অর্থ কমিশনের অৰ্থনাকূল্যে ১৪ লক্ষ ৮৬ হাজার ২৫৮ টাকা ব্যয়ে এই মিটিং হলটি পুনর্নির্মিত করা হয়েছে। এসডিপিও আমিনুল ইসলাম ও বিধায়ক অলোক কুমার মাঝি এই মিটিং হল নির্মাণের জন্য পঞ্চায়েত সমিতির সভাপতি ও বিডিও সাহেব কে ধন্যবাদ জানান।