Scrooling

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

তৃণমূলের যুব নেতা খুনে ধৃত ৩ তৃণমূল কর্মীর ৭ দিনের পুলিশী হেফাজত


 

তৃণমূলের যুব নেতা খুনে ধৃত ৩ তৃণমূল কর্মীর ৭ দিনের পুলিশী হেফাজত 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : আউসগ্রাম ২ ব্লকের দেবশালা অঞ্চলের তৃণমূলের যুব নেতা চঞ্চল বক্সী খুন হওয়ার ঘটনায় পুলিশ তৃণমূলেরই দু'জন পঞ্চায়েত সদস্য  ও এক অঞ্চল সভাপতির ছেলেকে গ্রেপ্তার করেছে। ধৃতদের নাম আসানুর মন্ডল, বিশ্বরুপ মন্ডল ওরফে মানু ও মণির হোসেন মোল্লা। এরমধ্যে আসানুর মন্ডল ও মণির হোসেন মোল্লা দেবশালা গ্রাম পঞ্চায়েতের  সদস্য এবং তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী।

এছাড়া বিশ্বরুপ মন্ডল ওরফে মানু তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি হিমাংশু মন্ডলের ছেলে ও লবণধার গ্রামের সক্রিয় তৃণমূল কর্মী। সোমবার ধৃতদের বর্ধমান আদালতে তোলা হয়। পুলিশ তদন্তের স্বার্থে তিনজনকেই ১৪ দিনের  হেফাজতে নেওয়ার আবেদন জানায়। বিচারক অভিযুক্তদের ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।