তৃণমূলের যুব নেতা খুনে ধৃত ৩ তৃণমূল কর্মীর ৭ দিনের পুলিশী হেফাজত

চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করলেন প্রধানমন্ত্রী # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান ওআরএসের জনক দিলীপ মহালনবিশকে #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

তৃণমূলের যুব নেতা খুনে ধৃত ৩ তৃণমূল কর্মীর ৭ দিনের পুলিশী হেফাজত


 

তৃণমূলের যুব নেতা খুনে ধৃত ৩ তৃণমূল কর্মীর ৭ দিনের পুলিশী হেফাজত 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : আউসগ্রাম ২ ব্লকের দেবশালা অঞ্চলের তৃণমূলের যুব নেতা চঞ্চল বক্সী খুন হওয়ার ঘটনায় পুলিশ তৃণমূলেরই দু'জন পঞ্চায়েত সদস্য  ও এক অঞ্চল সভাপতির ছেলেকে গ্রেপ্তার করেছে। ধৃতদের নাম আসানুর মন্ডল, বিশ্বরুপ মন্ডল ওরফে মানু ও মণির হোসেন মোল্লা। এরমধ্যে আসানুর মন্ডল ও মণির হোসেন মোল্লা দেবশালা গ্রাম পঞ্চায়েতের  সদস্য এবং তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী।

এছাড়া বিশ্বরুপ মন্ডল ওরফে মানু তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি হিমাংশু মন্ডলের ছেলে ও লবণধার গ্রামের সক্রিয় তৃণমূল কর্মী। সোমবার ধৃতদের বর্ধমান আদালতে তোলা হয়। পুলিশ তদন্তের স্বার্থে তিনজনকেই ১৪ দিনের  হেফাজতে নেওয়ার আবেদন জানায়। বিচারক অভিযুক্তদের ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। 


Post a Comment

0 Comments