Scrooling

রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

তৃণমূলের যুব নেতা খুনে ধৃত ৩ তৃণমূল কর্মীর ৭ দিনের পুলিশী হেফাজত


 

তৃণমূলের যুব নেতা খুনে ধৃত ৩ তৃণমূল কর্মীর ৭ দিনের পুলিশী হেফাজত 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : আউসগ্রাম ২ ব্লকের দেবশালা অঞ্চলের তৃণমূলের যুব নেতা চঞ্চল বক্সী খুন হওয়ার ঘটনায় পুলিশ তৃণমূলেরই দু'জন পঞ্চায়েত সদস্য  ও এক অঞ্চল সভাপতির ছেলেকে গ্রেপ্তার করেছে। ধৃতদের নাম আসানুর মন্ডল, বিশ্বরুপ মন্ডল ওরফে মানু ও মণির হোসেন মোল্লা। এরমধ্যে আসানুর মন্ডল ও মণির হোসেন মোল্লা দেবশালা গ্রাম পঞ্চায়েতের  সদস্য এবং তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী।

এছাড়া বিশ্বরুপ মন্ডল ওরফে মানু তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি হিমাংশু মন্ডলের ছেলে ও লবণধার গ্রামের সক্রিয় তৃণমূল কর্মী। সোমবার ধৃতদের বর্ধমান আদালতে তোলা হয়। পুলিশ তদন্তের স্বার্থে তিনজনকেই ১৪ দিনের  হেফাজতে নেওয়ার আবেদন জানায়। বিচারক অভিযুক্তদের ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।